এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-২ ৪৫. ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার? ক. ৬ খ. ৫ গ. ৪ ঘ. ৩ সঠিক উত্তর: ঘ. ৩ নিচের উদ্দীপকের আলোকে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও: আরিফ সাহেবের অফিসে ১৩টি কম্পিউটার তিনটি স্তরে বিভক্ত করে সংযোগ দেয়া হলো। প্রথম স্তরের কম্পিউটারটি নষ্ট হওয়ায় পুরো ব্যবস্থাটি অকাযর্কর হয়ে পড়ে। নতুন একটি শাখা অফিস স্থাপন করতে গিয়ে প্রতিষ্ঠানটি একটি বৃহৎ কোম্পানির সাভার্র ভাড়া নেয়ার সিদ্ধান্ত নেয়। ৪৬. উদ্দীপকে কী ধরনের টপোলজি ব্যবহৃত হয়েছে? ক. রিং খ. বাস গ. স্টার ঘ. ট্রি সঠিক উত্তর: ঘ. ট্রি ৪৭. অফিসটির গৃহীত সিদ্ধান্তে কী সুবিধা পাওয়া যাবে? ক. নতুন কম্পিউটারে সংশোধন করা যাবে খ. নেটওয়াকর্ রক্ষণাবেক্ষণ খরচ হ্রাস পাবে গ. রিসোসর্ শেয়ার অনেক সহজ হবে ঘ. সাভার্র ব্যবস্থাপনা সহজ হবে সঠিক উত্তর: গ. রিসোসর্ শেয়ার অনেক সহজ হবে ৪৮. জিএসএম (এঝগ) সাভিের্সর বৈশিষ্ট্য কোনটি? ক. কল খরচ কম খ. রোমিং সুবিধা গ. সীমিত অপারেটর ঘ. আলাদা ব্যান্ডউইট্থ সঠিক উত্তর: খ. রোমিং সুবিধা ৪৯. কোনটি লোকাল এরিয়া নেটওয়াকের্র প্রযুক্তি? ক. ডর-গধী খ. বøুটুথ গ. ইনফারেড ঘ. ডর-ঋর সঠিক উত্তর: ঘ. ডর-ঋর ৫০. অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের অংশ কোনটি? ক. জ্যাকেট খ. ক্ল্যাডিং গ. কোর ঘ. বাফার সঠিক উত্তর: গ. কোর ৫১. ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড হলো- র. সিমপেক্স রর. হাফ-ডুপেক্স ররর. ফুল-ডুপেক্স নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর ৫২. মোবাইল ফোনের কোন প্রজন্ম থেকে ঝগঝ সেবা চালু হয়? ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুথর্ সঠিক উত্তর: খ. দ্বিতীয় অধ্যায়-৩ ১. বিরাজের বয়স (৩অ)১৬। বাইনারি সংখ্যায় তার বয়স কত হবে? ক. ০০১১১০১০ খ. ১০১১১০১০ গ. ০০১১১০১১ ঘ. ০০১০১০১১ সঠিক উত্তর: ক. ০০১১১০১০ ২. যদি চ, ছ, জ এবং ঝ চারটি বুলিয়ান চলক হয় তবে এদের দ্বারা সবোর্চ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব? ক. ৪ খ. ৮ গ. ১৬ ঘ. ৩২ সঠিক উত্তর: গ. ১৬ ৩. অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম অঙ্ক কোনটি? ক. ১ খ. ৭ গ. ৮ ঘ. ১০ সঠিক উত্তর: খ. ৭ ৪. বতর্মানে ইউনিকোডের মোট অদ্বিতীয় চিহ্ন সংখ্যা কত? ক. ৬৫৫৩৬ খ. ৫৬৬৩৬ গ. ৫৬৫৩৬ ঘ. ৬৬৫৩৬ সঠিক উত্তর: ক. ৬৫৫৩৬ ৫. শিক্ষক ছাত্রকে রোল নাম্বার লিখতে বলায় সে লিখল ১০০১। দশমিক পদ্ধতিতে ছাত্রটির রোল নাম্বার কত হবে? ক. ৫ খ. ৯ গ. ১৬ ঘ. ১৭ সঠিক উত্তর: খ. ৯ ৬. টহরপড়ফব কত বিটের? ক. ৩ খ. ৪ গ. ৮ ঘ. ১৬ সঠিক উত্তর: ঘ. ১৬ ৭. অক্টাল সংখ্যা পদ্ধতিতে ১৭৭ এর পরবতীর্ সংখ্যা কোনটি? ক. ২৭০ খ. ২০০ গ. ১৭০ ঘ. ১০০ সঠিক উত্তর: খ. ২০০ ৮. বাইনারিতে একটি বইয়ের দাম ১০০১০১১ হলে ডেসিমেলে কত? ক. ৭০ খ. ৭৫ গ. ৭৮ ঘ. ৮০ সঠিক উত্তর: খ. ৭৫ ৯. পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো একটি সংখ্যার মান বের করার জন্য দরকার- র. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কের স্থানীয় মান রর. সংখ্যা পদ্ধতির ভিত্তি ররর. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর ১০. কোনটি সবর্জনীন গেট? ক. ঘঙঞ খ. ঘঙজ গ. ঢ- ঙজ ঘ. ঢ- ঘঙজ সঠিক উত্তর: খ. ঘঙজ ১১. যে বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত হয়? র. ঙহ, ঙভভ রর. ঐরময, খড়ি ররর. চড়ংরঃরাব, ঘবমধঃরাব নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ক. র ও রর