জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
প্রশ্ন: বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়? উত্তর: অক্টোবর মাসের প্রথম সোমবার। প্রশ্ন: পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে? উত্তর: নিকোলাস অটো। প্রশ্ন: পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়? উত্তর: প্রশান্ত মহাসাগর। প্রশ্ন: জাতিসংঘের বাইরে কোন শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়? উত্তর: লন্ডন। প্রশ্ন: কিসে ক্লোরোফিল নেই? উত্তর: ছত্রাক এবং ব্যাকটেরিয়াতে। প্রশ্ন: মশা নিবারণকারী সাইট্রোনেলা গাছটি কোন দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেন? উত্তর: যুক্তরাষ্ট্র। প্রশ্ন: মুক্তার ওজনের এককের নাম কী? উত্তর: গ্রেন। প্রশ্ন: কেমোথেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? উত্তর: ক্যান্সার। প্রশ্ন: কোয়াটর্জ কী? উত্তর: সিলিকন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি বণর্হীন কেলাস। প্রশ্ন: বিশ্বে প্রথম এইডস রোগী চিহ্নিত হয় কোন দেশে? উত্তর: যুক্তরাষ্ট্রে। প্রশ্ন : বাংলাদেশ ক্রিকেট দলের অভিষেক টেস্ট খেলার একযুগ পূতির্ হয় কত তারিখে? উত্তর: ১০ নভেম্বর ২০১২। প্রশ্ন : অভিষেক টেস্ট সেরা বলিং করেন কোন বাংলাদেশি? উত্তর: সোহাগ গাজী।