বেরোবিতে ভতির্র সাক্ষাৎকার কাল

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-১৯ সেশনের স্নাতক প্রথম বষের্র ৪০৭টি শূন্য আসনে ভতির্র দ্বিতীয় সাক্ষাৎকার কাল। সাক্ষাৎকারে নিবাির্চতদের ভতির্ কাযর্ক্রম পরদিন (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে মোট ১৯৫টি সাধারণ আসনের বিপরীতে শূন্য রয়েছে ৬৭টি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩৭৫টি সাধারণ আসনের বিপরীতে শূন্য রয়েছে ১০১টি। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২৪৫টি আসনের বিপরীতে শূন্য রয়েছে ৩৩টি, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ২৮০টি সাধারণ আসনের বিপরীতে শূন্য রয়েছে ১২৩টি, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ১০০টি সাধারণ আসনের শূন্য রয়েছে এবং জীব ও ভ‚-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটে ১২০টি সাধারণ আসনের বিপরীতে শূন্য রয়েছে ৬৪টি। এ ছাড়া ভতির্সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িনৎঁৎ.ধপ.নফ থেকে পাওয়া যাবে।