এইচএসসি পরীক্ষার প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

* দশমিক সংখ্যা থেকে যে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

জিনাত বিনতে জামান, প্রভাষক ঢাকা কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৩ ১২. (২৭৫)১০ = (?)১৬ ক. ২৪২ খ. ৪২৩ গ. ১১৩ ঘ. ৩১১ সঠিক উত্তর: গ. ১১৩ ১৩. (১১০১)২ = (?)১০ ক. ১৫ খ. ১৪ গ. ১৩ ঘ. ১২ সঠিক উত্তর: গ. ১৩ ১৪. ১১১০ঋ কোন সংখ্যা পদ্ধতিতে লেখা? ক. বাইনারি খ. অক্টাল গ. ডেসিমেল ঘ. হেক্সাডেসিমেল সঠিক উত্তর: ঘ. হেক্সাডেসিমেল ১৫. সবর্জনীন গেট কোনটি? ক. ঙজ খ. অঘউ গ. ঘঙঞ ঘ. ঘঅঘউ সঠিক উত্তর: ঘ. ঘঅঘউ নিচের উদ্দীপক লক্ষ করো এবং ১৬ নাম্বার প্রশ্নের উত্তর দাও। চ ছ ঢ ০ ০ ০ ০ ১ ০ ১ ০ ০ ১ ১ ১ ১৬. সত্যক সারণিতে প্রাপ্ত আউটপুটটি কোন লজিক গেটকে নিদের্শ করে? ক. ঙজ খ. অঘউ গ. ঘঙঞ ঘ. ঢঙজ সঠিক উত্তর: খ. অঘউ ১৭. ১৬ লাইন ঊহপড়ফবৎ এর ক্ষেত্রে ঙঁঃঢ়ঁঃ লাইন কয়টি হবে? ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৮টি সঠিক উত্তর: গ. ৪টি ১৮. ৫৪৯ সংখ্যাটি হতে পারে- র. অক্টাল রর. ডেসিমেল ররর. হেক্সাডেসিমেল নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: গ. রর ও ররর ১৯. কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে? ক. দশমিক খ. বাইনারি গ. অক্টাল ঘ. হেক্সাডেসিমেল সঠিক উত্তর: খ. বাইনারি ২০. ঊইঈউওঈ কোডের বিট সংখ্যা কয়টি? ক. ৪ খ. ৭ গ. ৮ ঘ. ১৬ সঠিক উত্তর: গ. ৮ ২১. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বেস কত? ক. ২ খ. ৮ গ. ১০ ঘ. ১৬ সঠিক উত্তর: ঘ. ১৬ ২২. মৌলিক গেট কয়টি? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৭ সঠিক উত্তর: খ. ৩ ২৩. বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? ক. ১৬ খ. ১০ গ. ৮ ঘ. ২ সঠিক উত্তর: ঘ. ২ ২৪. ডিকোডার সাকিের্ট হ সংখ্যক ইনপুট থাকলে আউটপুট হবে- ক. (হ-১) সংখ্যক খ. হ সংখ্যক গ. ২হ-১ সংখ্যক ঘ. ২হ সংখ্যক সঠিক উত্তর: ঘ. ২হ সংখ্যক ২৫. ইউনিকোড (টহর-পড়ফব) কত বিটের? ক. ৪ বিট খ. ৭ বিট গ. ৮ বিট ঘ. ১৬ বিট সঠিক উত্তর: ঘ. ১৬ বিট ২৬. (৫২৭) ৮ = (?) ১০ ক. ৫০৪ খ. ৪৬৯ গ. ৩৯২ ঘ. ৩৪৩ সঠিক উত্তর: ঘ. ৩৪৩ ২৭. কোনটি মৌলিক লজিক গেট নয়? ক. ঙজ খ. ঘঙজ গ. অঘউ ঘ. ঘঙঞ সঠিক উত্তর: খ. ঘঙজ ২৮. হেক্সাডেসিমেল কোডে ব্যবহৃত বিট কয়টি? ক. ২ খ. ৪ গ. ৮ ঘ. ১৬ সঠিক উত্তর: খ. ৪ ২৯. কোনটি বুলিয়ান অনুষঙ্গ উপপাদ্য? ক. অ+ই = অ খ. অ+ই = ই+অ গ. অ(ইঈ) = (অই)ঈ ঘ. অ.ই = অ+ই সঠিক উত্তর: গ. অ(ইঈ) = (অই)ঈ ৩০. শিক্ষক ক্লাসে গিয়ে এক ছাত্রীর রোল নাম্বার জানতে চাইলে সে বলল (১১০১১)২। ছাত্রীর রোল নাম্বার দশমিকে কত? ক. ২৩ খ. ২৭ গ. ৩৩ ঘ. ৭২ সঠিক উত্তর: খ. ২৭ ৩১. ইঈউ কোডে ব্যবহৃত বিট সংখ্যা কত? ক. ২ খ. ৪ গ. ৮ ঘ. ১৬ সঠিক উত্তর: খ. ৪