রাবিতে ডিনস অ্যাওয়াডর্

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বিএ পরীক্ষায় কৃতিত্বপূণর্ ফলাফল করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১২ শিক্ষাথীের্ক ‘কলা অনুষদ ডিনস অ্যাওয়াডর্’ প্রদান করা হয়েছে। ২৪ জানুয়ারি ডিনস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষাথীের্দর হাতে পদক তুলে দেন প্রধান অতিথি উপাচাযর্ অধ্যাপক এম আব্দুস সোবহান। বিএ/বিপিএ অনাসর্ পরীক্ষায় নিজ নিজ বিভাগে সবোর্চ্চ নম্বরধারীদের এ অ্যাওয়াডর্ প্রদান করা হয়। অ্যাওয়াডর্প্রাপ্ত শিক্ষাথীর্রা হলেনÑ দশর্ন বিভাগের আসমা আক্তার, ইতিহাস বিভাগের মো. কেএম আব্দুল্লাহ আল আমিন রাব্বী, ইংরেজি বিভাগের তাহেনাজ পারভীন বিভা, বাংলা বিভাগের মোছা. নিলুফা ইয়াসমিন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তামান্না সিদ্দিকী, আরবি বিভাগের মো. আবু বকর সিদ্দিক, ইসলামিক স্টাডিজ বিভাগের মো. মাহবুবুর রহমান, সংগীত বিভাগের মোছা. উম্মে কুলসুম, নাট্যকলা বিভাগের মো. তাশহাদুল ইসলাম তারেক, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের মোছা. মোসলেমা খাতুন, সংস্কৃত বিভাগের কিরণ দেবী এবং উদুর্ বিভাগের মোছা. সুমাইয়া সুলতানা। অনুষদের অধিকতার্ অধ্যাপক মো. ফজলুল হকের সভাপতিত্বে ও ফারসি ভাষা বিভাগের সভাপতি অধ্যাপক মো. আতাউল্যাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচাযর্ অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। অ্যাওয়াডর্প্রাপ্ত শিক্ষাথীের্দর মধ্যে ইংরেজি বিভাগের তাহেনাজ পারভীন বিভা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তামান্না সিদ্দিকী, নাট্যকলা বিভাগের মো. তাশহাদুল ইসলাম তারেক তাদের অনুভ‚তি ব্যক্ত করেন।