অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ০০:০০

য় সৈয়দা শারমিন সুলতানা, সহকারী শিক্ষক, শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট য়
প্রথম অধ্যায় ১। কোনটি শীতল রক্তের প্রাণী? ক) কুনোব্যাঙ খ) ইলিশ মাছ গ) বাঘ ঘ) দোয়েল উত্তর : ক) কুনোব্যাঙ ২। ঐুফৎধ কোন পর্বের প্রাণী? ক) পরিফেরা খ) নেমাটোডা গ) নিডারিয়া ঘ) অ্যানিলিডা উত্তর : গ) নিডারিয়া ৩। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ পাওয়া যায় কোন প্রাণীতে? ক) শামুকে খ) ফিতাকৃমিতে গ) জোঁকে ঘ) হাইড্রায় উত্তর : গ) জোঁকে ৪। চিত্রের প্রাণীটির দেহ গহ্বরকে বলা হয়- ক) সিলোম খ) হিমোসিল গ) সিলেন্টরণ ঘ) অপ্রকৃত সিলোম উত্তর : গ) সিলেন্টরণ ৫। কোষ বিভাজন কত প্রকার? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ উত্তর : খ) ৩ ৬। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমটিড গঠন করে কোন ধাপে? ক) টেলোফেজ খ) মেটাফেজ গ) প্রোফেজ ঘ) অ্যানাফেজ উত্তর : গ) প্রোফেজ ৭। মাইটোসিসে কোন বিভাজন ঘটে- র) উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিসু্যতে রর) প্রাণীদেহের দেহকোষে ররর) নিম্ন শ্রেণির প্রাণী ও উদ্ভিদের অযৌন জননের সময় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ৮। বংশগতি বিদ্যার জনক কে? ক) অ্যারিস্টটল খ) ক্যারোলাস লিনিয়াস গ) আলেকজান্ডার ফ্রেমিং ঘ) গ্রেগর জাহার মেন্ডেল উত্তর : ঘ) গ্রেগর জাহার মেন্ডেল ৯। ক্রোমোজোমের কোন অংশ স্পিস্তল যন্ত্রের সাথে যুক্ত থাকে? ক) পেলিকন খ) ক্রোসোমিয়ার গ) সেন্ট্রোমিয়ার ঘ) টেলোমিয়ার উত্তর : গ) সেন্ট্রোমিয়ার ১০। কিশমিশের অভ্যন্তরে পানি যে প্রক্রিয়ায় প্রবেশ করে? র) অভিস্রবন রর) ব্যাপন ররর) প্রস্বেদন নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ক) র ১১। কোন পদার্থের অণুগুলোর বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়াকে কী বলে? ক) ইমবাইবিশন খ) ব্যাপন গ) অবিস্রবন ঘ) শোষণ উত্তর : খ) ব্যাপন ১২। প্রস্বেদন প্রধানত কোনটির মাধ্যমে হয়? ক) কিউটিকল খ) পত্ররন্ধ্র গ) লেন্টিসেল ঘ) মূলরোমৎ উত্তর : খ) পত্ররন্ধ্র ১৩। উদ্ভিদের পাতার মাধ্যমে বাম্পাকারে পানি নির্গমনকে কী বলে? ক) ব্যাপন খ) অবিস্রবন গ) প্রস্বেদন ঘ) সালোকসংশ্লেষণ উত্তর : গ) প্রস্বেদন ১৪। নিচের কোনটি ইলেকট্রন বিন্যাসের সূত্র? ক) ২হ খ) ২হ২ গ) হ২ ঘ) ৪হ২ উত্তর : খ) ২হ২ ১৫। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? ক) ১১ খ) ৬ গ) ৮ ঘ) ১২ উত্তর : খ) ৬ ১৬। একটি মৌলের পারমাণবিক সংখ্যা ১৭ এবং ভরসংখ্যা ৩৫। ওই মৌলের নিউট্রন সংখ্যা কত? ক) ১৫ খ) ১৬ গ) ১৭ ঘ) ১৮ উত্তর : ঘ) ১৮ ১৭। মৌলিক পদার্থের সংখ্যা কতটি? ক) ১০৯টি খ) ১১২টি গ) ১১৫টি ঘ) ১১৮টি উত্তর : ঘ) ১১৮টি ১৮। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলে- র) অক্সিজেনের প্রোটন সংখ্যা ৮ রর) ২য় শক্তিস্তরে ৬টি ইলেকট্রন আছে ররর) ভর সংখ্যা ৮ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ক) র ও রর ১৯। ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তর ম-এর আদর্শ মান কত? ক) ৯.৭৩ মি./সে.২ খ) ৯.৬৭ মি./সে.২ গ) ৯.৯৭ মি./সে.২ ঘ) ৯.৮ মি./সে.২ উত্তর : ঘ) ৯.৮ মি./সে.২ ২০। ২০ শম ভরের কোন বস্তুর ওজন ভূ-পৃষ্ঠে কত? \হক) ৪৯ঘ খ) ৯৮ঘ গ) ১৪৯ঘ ঘ) ১৯৬ঘ উত্তর : ঘ) ১৯৬ঘ