ইবিতে 'মডেল ইউনাইটেড নেশন-২০২৩' সম্মেলন

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী 'মডেল ইউনাইটেড নেশন-২০২৩' সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের (আইইউমুনা) উদ্যোগে জাতিসংঘের আদলে এ প্রোগ্রামটি অয়োজিত হয়। এতে ঢাবি, জাবি, চবি, এনএসইউ, বিইউপি, রাবিসহ প্রায় ১৭টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ১৫ মার্চ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনীর দিনে ওপেনিং সেরিমনি, ওপেনিং পেস্ননারি (বিশ্ববিদ্যালয় প্রতিনিধি) ও কালচারাল পর্ব আনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর শাহাদৎ হোসেন আজাদ, পরিবহণ প্রশাসক অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন ও সংগঠনটির উপদেষ্টা সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম। এ সময় আইইউমুনা'র সাধারণ সম্পাদক নাহিদ হাসান স্বাগত বক্তব্য রাখেন। সংগঠনটির ডিরেক্টর অব ডেলিগেট অ্যাফেয়ার্স লামিয়া হোসেন ও কাজী সুরাইয়া ইভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।