শাবিপ্রবিতে আন্তজাির্তক সম্মেলন

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভাগগুলোতে মৌলিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কাজে দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী ‘ইঞ্জিনিয়ারিং গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা’বিষয়ক আন্তজাির্তক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন উপাচাযর্ অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের আয়োজনে এ সম্মেলনে বাংলাদেশসহ মালয়েশিয়া, ভারত ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের ১৭৩টি গবেষণা প্রবন্ধ আকারে উপস্থাপন করে। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, সম্মেলনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, ইন্দোনেশিয়ার অ্যাগ্রিকালচার ইউনিভাসিির্টর ড. দারদা ইফেনদি, মালয়েশিয়ার দ্য ন্যাশনাল এনাজির্ ইউনিভাসিির্টর ড. নওশাদ আমিন, ইউনিভাসিির্ট মালয়েশিয়া পাহং এর ড. মাকসুদুর রহমান খান ও ভারতের আসাম ইউনিভাসিির্টর ড. সুদিপ্ত রায় প্রমুখ।