ঢাবিতে নবম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বিজ্ঞান শিক্ষায় দেশ এগিয়ে গেলেও এখনো এ দেশে বিজ্ঞান গবেষণাগারের অভাব রয়েছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ২৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাজর্ন হল মিলনায়তনে ‘নবম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ঢাকা ডিভিশনের প্রিলিমিনারি রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন। বাংলাদেশ রসায়ন সমিতি এ অলিম্পিয়াডের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রসায়ন সমিতির সভাপতি মো. আবদুল করিম। অনুষ্ঠানে ঢাকা ইউনিভাসিির্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, সিটি গ্রæপের চেয়ারম্যান ফজলুর রহমান এবং মেঘনা গ্রæপের চেয়ারম্যান মোস্তফা কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন নবম অলিম্পিয়াডের আহŸায়ক অধ্যাপক ড. মো. ওয়াহাব খান। অপরদিকে প্রাথমিক পবের্র বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।ঢাকা বিভাগের বিভিন্ন কলেজের একাদশ শ্রেণির এক হাজার ১২৯ জন শিক্ষাথীর্ এ অলিম্পিয়াডে অংশ নেয়। এর মধ্যে ২৪ জনকে পুরস্কার দেয়া হয়।