বেরোবিতে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ২০ মার্চ ২০২৩, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) 'বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা ও রংপুর বিভাগ উন্নয়ন সমস্যা সম্ভাবনা ও সুপারিশ' বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বেরোবি'র অর্থনীতি বিভাগ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সেমিনারে পিছিয়ে পড়া রংপুর অঞ্চলের কৃষি, শিল্প, বাণিজ্য উন্নয়ন মহাপরিকল্পনার বিনিয়োগ প্রয়োজন নিয়ে বক্তারা এ সময় আলোচনা করেন। নগরীর আরডিআরএস মিলনায়তনে ১৮ মার্চ সেমিনারটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ-সভাপতি প্রফেসর হান্নানা বেগমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডক্টর সরিফা সালোয়া ডিনা, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মো. মোরশেদ হোসেন প্রমুখ। বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর আবুল বারাকাত এবং সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর আইনুল ইসলাম সেমিনারে প্রধান আলোচক ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডক্টর সরিফা সালোয়া ডিনা। অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর আবুল বারকাত 'বঙ্গবন্ধু-দর্শন : তত্ত্ব, প্রয়োগ ও সম্ভাবনা' বিষয়ে সেমিনারে স্মারক বক্তৃতা প্রদান করেন। এছাড়াও সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং রংপুর অঞ্চলের শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।