পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ | ২৭ মার্চ ২০২৩, ০০:০০

রোমানা হাবীব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম।
২০৪। পৃথিবীর সূর্যের চারপাশে - দিন - ঘণ্টায় একবার চক্রাকারে ঘুরে আসে। উত্তর : ৩৬৫, ৬ ২০৫। যে পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তা -। উত্তর : উপবৃত্তাকার ২০৬। পৃথিবীর মেরুরেখাটি কক্ষের সঙ্গে - ডিগ্রি কোন করে আছে। উত্তর : ৬৬ ২০৭। চাঁদ একটি -। উত্তর : উপগ্রহ ২০৮। পৃথিবী - অক্ষের ওপরে ঘুরপাক খায়। উত্তর : নিজ ২০৯। পৃথিবীর বার্ষিক গতির জন্য - পরিবর্তন হয়। উত্তর : ঋতু ২১০। গ্যালাক্সি সৌরজগতের - নয়। উত্তর : বস্তু ২১১। গ্যালিলিও - ব্যবহার করে গ্রহদের সম্পর্কে নতুন তথ্য উদ্ঘাটন করেন। উত্তর : টেলিস্কোপ ২১২। সূর্য একটি বিশাল -। উত্তর : গ্যাসপিন্ড ২১৩। সূর্যের ভেতরে প্রধানত - ও - গ্যাস আছে। উত্তর : হাইড্রোজেন, হিলিয়াম ২১৪। আয়তনে চাঁদ পৃথিবীর - ভাগের এক অংশ। উত্তর : পঞ্চাশ ২১৬। - কোনো নিজস্ব আলো নেই। উত্তর : চাঁদের ২১৭। - আলোয় চাঁদ আলোকিত হয়। উত্তর : সূর্যের ২১৮। পৃথিবীর নিজ অক্ষরেখার ওপর ঘূর্ণন গতিকেই - গতি বলে। উত্তর : আহ্নিক ২১৯। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় - ঋতু দেখা যায়। উত্তর : বিভিন্ন ২২০। - ষড়ঋতুর দেশ। উত্তর : বাংলাদেশ ২২১। ঋতু পরিবর্তনের পেছনের কারণ হচ্ছে পৃথিবীর - গতি। উত্তর : বার্ষিক ২২২। বার্ষিক গতির জন্য দিন-রাত্রির - ঘটে। উত্তর : হ্রাস-বৃদ্ধি ২২৩। তাপের তারতম্যের কারণেই - পরিবর্তন হয়। উত্তর : ঋতু ২২৪। পৃথিবী আমাদের -। উত্তর : বাসভূমি ২২৫। মহাবিশ্বের একটি অতি - কণা হলো পৃথিবী। উত্তর : ক্ষুদ্র ২২৬। মহাবিশ্বের অধিকাংশ - ফাঁকা। উত্তর : স্থান ২২৭। বিজ্ঞানী - পৃথিবীর ঘূর্ণন সম্পর্কে সঠিক তথ্য দেন। উত্তর : কোপার্নিকাস ২২৮। পৃথিবীর নিকটতম নক্ষত্র -। উত্তর : সূর্য ২২৯। আয়তনে চাঁদ পৃথিবীর - ভাগ। উত্তর : পঞ্চাশ ভাগের এক ২৩০। - গতির কারণে পৃথিবীতে দিন ও রাত হয়। উত্তর : আহ্নিক ২৩১। সূর্য পৃথিবীর থেকে অনেক -। উত্তর : বড় ২৩২। - হচ্ছে আবিষ্কৃত মহাবিশ্বের একমাত্র বাসযোগ্য গ্রহ। উত্তর : পৃথিবী ২৩৩। পৃথিবীর একটি - রয়েছে। উত্তর : উপগ্রহ ২৩৪। মহাবিশ্ব প্রতিনিয়তই - হচ্ছে। উত্তর : সম্প্রসারিত ২৩৫। নতুন গ্রহ নক্ষত্রের খোঁজে - এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন। উত্তর : বিজ্ঞানীরা ২৩৬। সূর্য একটি উজ্জ্বল -। উত্তর : নক্ষত্র ২৩৭। পৃথিবীর সঙ্গে - সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। উত্তর : সূর্যের ২৩৮। সূর্য থেকেই - উৎপত্তি। উত্তর : আলোর ২৩৯। সূর্যে কোনো কঠিন বা - পদার্থ নেই। উত্তর : তরল ২৪০। মহাবিশ্বে আমাদের পরিচিত একটি - হলো সৌরজগৎ। উত্তর : জগৎ ২৪১। সূর্যও তার আটটি - নিয়ে এই সৌরজগৎ গঠিত। উত্তর : গ্রহ ২৪২। মহাবিশ্বে রয়েছে অসংখ্য -। উত্তর : নক্ষত্র ২৪৩। নক্ষত্র একত্রে ছায়াপথ বা - তৈরি করে। উত্তর : গ্যালাক্সি ২৪৪। - নিজ অক্ষের চারদিকে ঘুরছে। উত্তর : পৃথিবী ২৪৫। পৃথিবীর যে অংশ সূর্যের কাছাকাছি থাকে সে অংশ - ও - বেশিক্ষণ ধরে পায়। উত্তর : তাপ, আলো ২৪৬। পৃথিবীর উত্তর গোলার্ধে - দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয়। উত্তর : ২১ জুন ২৪৭। দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয় -। উত্তর : ২২ ডিসেম্বর ২৪৮। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমন্ডলীকে একত্রে - বলে। উত্তর : সৌরজগৎ ২৪৯। - সূর্যের নিকটতম গ্রহ। উত্তর : বুধ ২৫০। বুধের কোনো - নেই। উত্তর : উপগ্রহ ২৫১। সূর্যের নিকটতম গ্রহ বলে বুধের - অত্যধিক। উত্তর : তাপমাত্রা ২৫২। সূর্য থেকে দূরত্বের দিক থেকে - অবস্থান দ্বিতীয়। উত্তর : শুক্রের ২৫৩। - খুবই উজ্জ্বল এবং অত্যন্ত উত্তপ্ত। উত্তর : সূর্য ২৫৪। সূর্যের প্রধান - হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। উত্তর : উপাদান ২৫৫। - কেন্দ্র করেই পৃথিবী নানা ধরনের গতিতে আবর্তন করে। উত্তর : সূর্যকে ২৫৬। সূর্য থেকেই আমরা আমাদের সব - পাই। উত্তর : শক্তি ২৫৭। পৃথিবীতে জীবের উদ্ভব ও বিকাশ সম্ভব হয়েছে - কারণে। উত্তর : সূর্যের ২৫৮। সূর্য থেকে দূরত্বের দিক থেকে পৃথিবীর পরেই - অবস্থান। উত্তর : মঙ্গলের হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়