৯ম শ্রেণির বাংলা ১ম পত্র

প্রকাশ | ২৭ মার্চ ২০২৩, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
একাত্তরের দিনগুলি ৪৮। 'একাত্তরের দিনগুলি' রচনায় 'কর্তাদের' বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর : পাকিস্তানি শাসকদের ৪৯। ১৯৭১ সালের ১৭ মে পত্রিকায় কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর বিবৃতি বেরিয়েছিল? উত্তর : ৫৫ জন ৫০। 'একাত্তরের দিনগুলি' রচনায় বুদ্ধিজীবীদের বিবৃতি কীসে ভরা ছিল? উত্তর : মিথ্যা ভাষণে ৫১। ২৫ মে কোন কবির জন্মজয়ন্তী? উত্তর : কাজী নজরুল ইসলামের ৫২। ৭১'র ২৫-এ মে স্বাধীন বাংলা বেতারে কার সংবাদ পাঠের কথা বলা হয়েছে? উত্তর : সালেহ আহমদ ৫৩। 'একাত্তরের দিনগুলি' রচনায় শরীফ লেখিকার কী হন? উত্তর : স্বামী ৫৪। 'একাত্তরের দিনগুলি' রচনায় মার্সি পিটিশন বিষয়ে জোরালো আপত্তি কে জানিয়েছিল? উত্তর : শরীফ ৫৫। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সালেহ আহমদ ছদ্মনামে কে সংবাদ পাঠ করতেন? উত্তর : হাসান ইমাম ৫৬। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের পরিবার কত তারিখে করাচি থেকে ঢাকা এসেছে? উত্তর : ২৯ সেপ্টেম্বর ৫৭। বাংলা বিভাগের মনিরুজ্জামান স্যারের শালী কে? উত্তর : মিসেস মতিউর রহমান ৫৮। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সকাল কয়টা পর্যন্ত আকাশযুদ্ধ-বিরতির কথা ছিল? উত্তর : নয়টা ৫৯। ১৬ ডিসেম্বর কারা পালাতে গিয়ে বাঙালিকে খুন-জখম করে যাচ্ছিল? উত্তর : পাকিস্তানি সেনারা ৬০। ১৬ ডিসেম্বর দুপুর থেকে সারা শহরে উত্তেজনা ছিল কেন? উত্তর : পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবরে ৬১। 'একাত্তরের দিনগুলি' রচনায় লেখিকা কোন নামটা আগে শোনেননি? উত্তর : সালেহ আহমদ ৬২। জাহানারা ইমামকে 'শহিদ জননী' বলা হয় কেন? উত্তর : মুক্তিযুদ্ধে ছেলে শহিদ হয়েছে বলে ৬৩। জাহানারা ইমামের কোন সন্তান মুক্তিযুদ্ধে শহিদ হন? উত্তর : রুমী ৬৪। 'একাত্তরের দিনগুলি' রচনায় মার্সি পিটিশন না চাওয়ায় কী প্রকাশ পেয়েছে? উত্তর : আত্মমর্যাদা ৬৫। হায়দারদের অতর্কিত হামলায় প্রথমেই কোনটি বিশৃঙ্খল হয়ে পড়ে? উত্তর : ঢাকায় নগর-জীবন ৬৬। 'একাত্তরের দিনগুলি' কী ধরনের রচনা? উত্তর : স্মৃতিচারণমূলক ৬৭। 'একাত্তরের দিনগুলি' রচনায় লেখিকা কী ব্যক্ত করেছেন? উত্তর : বেদনা ৬৮। 'কথিকা' অর্থ কী? উত্তর : ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা ৬৯। রাজনীতিতে মিথ্যা রচনা ও প্রতিহিংসার প্রবর্তক কে? উত্তর : গোয়েবলস ৭০। 'বেয়োনেট' শব্দের অর্থ কী? উত্তর : বন্দুকে লাগানো বিষাক্ত ছুরি ৭১। 'বিরান' শব্দের অর্থ কী? উত্তর : জনমানবহীন ৭২। 'আলটিমেটাম' অর্থ কী? উত্তর : চূড়ান্ত সময় নির্ধারণ ৭৩। 'খুরপি' অর্থ কী? উত্তর : ছোট খন্তা ৭৪। 'একাত্তরের দিনগুলি' রচনায় কোন দিন রাতে মুষলধারে বৃষ্টি হয়েছিল? উত্তর : শনিবার ৭৫। 'একাত্তরের দিনগুলি' রচনায় দিনভর বৃষ্টি হয় কখন? উত্তর : রবিবার ৭৬। 'রোদ হয় বৃষ্টি হয়, খঁ্যাক-শিয়ালের বিয়ে হয়।'- ছড়াটি কাটছিল কে? উত্তর : জামী ৭৭। করিম জাহানারা ইমামের পরিবারের নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন হলো কেন? উত্তর : কাছেই বিশ্ববিদ্যালয়ের হল বলে ৭৮। সব খালি, বিরান- 'একাত্তরের দিনগুলি' রচনায় কীসের কথা বলা হয়েছে? উত্তর : বিশ্ববিদ্যালয়ের হল ৭৯। জাহানারা ইমামের বাসা কোন এলাকায় ছিল? উত্তর : এলিফ্যান্ট রোড ৮০। জাহানারা ইমামকে 'একাত্তরের দিনগুলি' রচনায় বর্ণিত আ. করিম কী বলে সম্বোধন করে? উত্তর : ফুফুজান ৮১। 'একাত্তরের দিনগুলি' রচনায় বর্ণিত করিমের দুলাভাইয়ের বাসা কোথায়? উত্তর : শান্তিনগর ৮২। 'একাত্তরের দিনগুলি' রচনায় করিম এলিফ্যান্ট রোড ছেড়ে শান্তিনগর যেতে চাইছিল কেন? উত্তর : নিরাপত্তাজনিত কারণে ৮৩। 'লহমা' শব্দটির অর্থ কী? উত্তর : মুহূর্ত ৮৪। 'একাত্তরের দিনগুলি' রচনায় ঢাকার মানুষ খামোখা কোথায় গুলি খেয়ে মরতে গেল? উত্তর : জিঞ্জিরায় ৮৫। সদরঘাট, সোয়ারীঘাটে দাঁড়ানো যায় না কেন? উত্তর : পচা লাশের দুর্গন্ধে ৮৬। জাহানারা ইমাম মাছ খাওয়া বাদ দিয়েছিলেন কেন? উত্তর : নদীতে মানুষের লাশ ভাসছিল বলে ৮৭। ১৯৭১ সালের ১০ মে কী বার ছিল? উত্তর : সোমবার ৮৮। ১৯৭১ সালের ১০ মে জাহানারা ইমাম সকালের নাশতা শেষে কোথায় গেলেন? উত্তর : বাগানে ৮৯। মাখনের মতো রঙের গোলাপ কোনটি? উত্তর : পিস ৯০। এনা হার্কনেস কোন রঙের গোলাপ? উত্তর : কালচে মেরুন ৯১। কোন ফুলটির রং ফিকে বেগুনি? উত্তর : সিমোন ৯২। ল্যাভেন্ডার জাতীয় গোলাপের রং কেমন? উত্তর : বেগুনি হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়