বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২৭ মার্চ ২০২৩, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
পঞ্চম অধ্যায় ৫। উন্নয়নশীল দেশে জনশিক্ষার প্রধান মাধ্যম কোনটি? (ক) রেডিও (খ) সংবাদপত্র (গ) চলচ্চিত্র (ঘ) টেলিভিশন সঠিক উত্তর : (খ) সংবাদপত্র ৬। সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন হলো- (ক) পরিবার (খ) সমাজ (গ) বিদ্যালয় (ঘ) রাষ্ট্র সঠিক উত্তর : (ক) পরিবার ৭। কোনটি অভিভাবকের মনস্তাত্ত্বিক নীতির ওপর প্রতিষ্ঠিত? (ক) মেধা (খ) নেতৃত্ব (গ) বিজ্ঞানের ব্যাপক উদ্যোগ (ঘ) সহনশীলতা সঠিক উত্তর : (গ) বিজ্ঞানের ব্যাপক উদ্যোগ ৮। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য কী প্রয়োজন? (ক) সৌন্দর্যবোধ (খ) সম্পদ (গ) সুস্থ পরিবেশ (ঘ) সামাজিকীকরণ সঠিক উত্তর : (ঘ) সামাজিকীকরণ ৯। মিলন ইন্টারনেটে বিজ্ঞাপন দেখে অনলাইনে একটি মোবাইল ক্রয় করে। এটি তথ্যপ্রযুক্তির কোন দিক? (ক) ই-মেইল (খ) ই-কমার্স (গ) জোপির (ঘ) স্কাইপি সঠিক উত্তর : (খ) ই-কমার্স ১০। সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যদিয়ে ব্যক্তি- (র) সমাজের নিয়ম-রীতি পালনে উপযোগী হয়ে গড়ে ওঠে (রর) প্রত্যাশিত আচরণের উপযোগী হয়ে গড়ে ওঠে (ররর) সুনাগরিক হয়ে গড়ে ওঠে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ১১। সামাজিকীকরণ প্রক্রিয়ায় ব্যক্তি কীভাবে নিজের উন্নয়ন ঘটায়? (ক) সমাজের নিয়ম-নীতির দ্বারা (খ) ধর্মচর্চার দ্বারা (গ) সংস্কৃতির চর্চার দ্বারা (ঘ) রাজনীতি দ্বারা সঠিক উত্তর : (ক) সমাজের নিয়ম-নীতির দ্বারা ১২। ইন্টারনেট ব্যবহারকারীরা- (র) সাম্প্রতিক ঘটনা জানবে (রর) জ্ঞান অন্বেষণ করতে পারবে (ররর) সময়ের সাশ্রয় হবে নিচের কোনটি সঠিক? (ক) রও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর \হসঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১৩। বেতার মানুষের মনে প্রসার ঘটায়- (র) পারস্পরিক সহযোগিতা (রর) সংস্কৃতিবোধ (ররর) গণসচেতনতা নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১৪। কোনটি মানুষের জীবনব্যাপী চলমান প্রক্রিয়া- (ক) শিক্ষা (খ) সংস্কৃতি (গ) আবেগ (ঘ) অনুমান সঠিক উত্তর : (খ) সংস্কৃতি ১৫। জন্ম থেকে মৃতু্য পর্যন্ত যে প্রক্রিয়া চলতে থাকে তার নাম- (ক) সামাজিকীকরণ (খ) অনুকরণ (গ) অভিভাবন (ঘ) অঙ্গীভূতকরণ সঠিক উত্তর : (ক) সামাজিকীকরণ ১৬। সহনশীলতা, সহমর্মিতা, সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়- (র) সমবয়সি সঙ্গীদের সঙ্গে খেলাধুলার মাধ্যমে (রর) বন্ধুদের সঙ্গে সদভাব থাকলে (ররর) তারা একে অপরের কাছ থেকে শিখে চলে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ১৭। সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় কখন? (ক) জন্মের সময়ে (খ) জন্মের পরে (গ) জন্মের আগে (ঘ) মৃতু্যর আগে সঠিক উত্তর : (খ) জন্মের পরে ১৮। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- (ক) শিক্ষা প্রতিষ্ঠান (খ) ক্লাব (গ) শিশু সাহিত্য (ঘ) পরিবার সঠিক উত্তর : (ঘ) পরিবার ১৯। শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা এক অপরকে- (ক) সহযোগিতা করতে (খ) প্রভাবিত করে (গ) নেতৃত্ব শেখায় (ঘ) খেলাধুলা শেখায় সঠিক উত্তর : (ক) সহযোগিতা করতে ২০। ফেসবুক ও টুইটারের মাধ্যমে- (র) যোগাযোগ স্থাপিত হয় (রর) ছবি বিনিময় করা যায় (ররর) অর্থের লেনদেন হয় নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও রর ২১। শিশুর মধ্যে সহনশীলতা, সহমর্মিতা, সহযোগিতা ও নেতৃত্বের গুণগুলো বিকশিত হয়- (ক) সমবয়সি সঙ্গীদের মাধ্যমে (খ) পরিবারের মাধ্যমে (গ) শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে (ঘ) সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সঠিক উত্তর : (ক) সমবয়সি সঙ্গীদের মাধ্যমে ২২। কোন গণমাধ্যমটি নতুন প্রজন্মকে তার দেশ, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তোলে- (ক) রাজনৈতিক প্রতিষ্ঠান (খ) শিক্ষা প্রতিষ্ঠান (গ) সংবাদপত্র (ঘ) টেলিভিশন সঠিক উত্তর : (ঘ) টেলিভিশন ২৩। কীসের মাধ্যমে খুব অল্প সময়ে ও কম খরচে দেশ-বিদেশে চিঠি ও তথ্য আদান-প্রদান করা যায়? (ক) ই-কমার্স (খ) ই-মেইল (গ) ফেসবুক (ঘ) টুইটার সঠিক উত্তর : (খ) ই-মেইল ২৪। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য কোনটিকে বেশি প্রয়োজন? (ক) তথ্যপ্রযুক্তি (খ) সংবাদপত্র (গ) চলচ্চিত্র (ঘ) টেলিভিশন সঠিক উত্তর : (ক) তথ্যপ্রযুক্তি ২৫। কোনটি মানুষের চিন্তা-ভাবনা ও জীবনযাপনকে নানাভাবে প্রভাবিত? (ক) টেলিভিশন (খ) প্রেস মিডিয়া (গ) রেডিও (ঘ) নাটক সঠিক উত্তর : (ক) টেলিভিশন হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়