পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ | ২৮ মার্চ ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
রোমানা হাবীব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম।
২৫৯। মঙ্গল গ্রহে - সম্ভব নয়। উত্তর : জীবনধারণ ২৬০। বিজ্ঞানীরা মঙ্গলে বসবাস নিয়ে এখনো - করছেন। উত্তর : গবেষণা ২৬১। সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ -। উত্তর : বৃহস্পতি ২৬২। সূর্য থেকে দূরত্বের দিক থেকে - গ্রহের অবস্থান পঞ্চম। উত্তর : বৃহস্পতি ২৬৩। - গ্রহে গভীর বায়ুমন্ডল রয়েছে। উত্তর : বৃহস্পতি ২৬৪। - সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। উত্তর : শনি ২৬৫। শুক্র পৃথিবীর - গ্রহ। উত্তর : নিকটতম ২৬৬। - কোনো উপগ্রহ নেই। উত্তর : শুক্রের ২৬৭। - সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। উত্তর : পৃথিবী ২৬৮। পৃথিবীর একমাত্র উপগ্রহ -। উত্তর : চাঁদ ২৬৯। জীবজন্তু ও উদ্ভিদের জন্য আদর্শ গ্রহ -। উত্তর : পৃথিবী ২৭০। চাঁদ পৃথিবীর - দিকে ঘোরে। উত্তর : চার ২৭১। ঘুরতে ঘুরতে এক সময় - পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে। উত্তর : চাঁদ ২৭২। - চর্চার নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। উত্তর : বিজ্ঞান ২৭৩। বিজ্ঞানচর্চার মূল লক্ষ্য অর্জনে - নানা কৌশল উদ্ভাবন করেছেন। উত্তর : বিজ্ঞানীরা ২৭৪। - উদ্ভাবনের ফলে বিশ্বজগৎ সম্পর্কে অনেক বেশি তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। উত্তর : যন্ত্র ২৭৫। মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে অতি - সম্পর্কে মানুষ জানতে পেরেছে। উত্তর : ক্ষুদ্র জীব ২৭৬। - অনেক ঘটনার পূর্বাভাস এবং পুরনো ঘটনার ব্যাখ্যা দিতে পারে। উত্তর : বিজ্ঞান ২৭৭। বিজ্ঞানের চর্চা একটি ধারাবাহিক -। উত্তর : অভিযান ২৭৮। - উত্থাপনই বিজ্ঞানচর্চার প্রারম্ভিক ও শক্তিশালী হাতিয়ার। উত্তর : প্রশ্ন ২৭৯। চন্দ্রমাস সাড়ে - দিনে পরিক্রমণ করে। উত্তর : ২৯ ২৮০। মহাবিশ্বের একটি - সৌরজগৎ। উত্তর : সদস্য ২৮১। - চাঁদ, সূর্য সম্পর্কে তথ্য উদ্ভাবন করেন। উত্তর : গ্যালিলিও ২৮২। কোপার্নিকাস পৃথিবীর - মডেল ব্যাখ্যা করেন। উত্তর : ঘূর্ণন ২৮৩। চাঁদ - নিকটতম উপগ্রহ। উত্তর : পৃথিবীর ২৮৪। - সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ। উত্তর : সৌরজগতে ২৮৫। সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থানকারী - হচ্ছে নেপচুন। উত্তর : গ্রহ ২৮৭। বিশাল সৌরজগৎ - একটি সদস্যমাত্র। উত্তর : মহাবিশ্বের ২৮৮। বিজ্ঞানের লক্ষ্য হলো নানা ঘটনার মধ্যে - উদ্ঘাটন। উত্তর : সম্পর্ক ২৮৯। পৃথিবী - অক্ষের ওপর দিনে একবার পাক খায়। উত্তর : আপন ২৯০। পৃথিবী - চারপাশে ৩৬৫ দিন ৬ ঘণ্টায় একবার চক্রাকারে ঘুরে আসে। উত্তর : সূর্যের ২৯১। পৃথিবীর মেরুরেখাটি কক্ষের সঙ্গে - ডিগ্রি কোণ করে আছে। উত্তর : ৬৬ ২৯২। - গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন দিন ছোট রাত্রি বড়। উত্তর : উত্তর ২৯৩। প্রযুক্তির লক্ষ্য - নিয়ন্ত্রণ করা। উত্তর : পরিবেশে ২৯৪। সময় মেনে চলতে যে প্রযুক্তি অবদান রেখেছে তা হলো -। উত্তর : ঘড়ি ২৯৫। নতুন প্রযুক্তি উদ্ভাবনের মূল উৎস হলো -। উত্তর : অনুসন্ধিৎসা ২৯৬। প্রযুক্তির বিকাশে - আবিষ্কার একটি উলেস্নখযোগ্য ঘটনা। উত্তর : কম্পিউটার ২৯৭। প্রযুক্তির যথাযথ ব্যবহারে - এর জ্ঞান প্রয়োজন। উত্তর : দক্ষতা ও ২৯৮। বিজ্ঞান ও প্রযুক্তি -। উত্তর : সম্পর্কযুক্ত ২৯৯। সৌরজগতে হাজার হাজার গ্রহাণুপুঞ্জ ও শত শত - রয়েছে। উত্তর : ধূমকেতু ৩০০। সুবিশাল মহাবিশ্বের একটি অতি ক্ষুদ্র অংশ -। উত্তর : সৌরজগৎ ৩০১। একসময় পস্নুটোকে - বলা হতো। উত্তর : গ্রহ ৩০২। অন্য প্রাণী থেকে মানুষ ভিন্ন কারণ মানুষ - ব্যবহার করে। উত্তর : কলাকৌশল ৩০৩। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে - বিকাশ ঘটে। উত্তর : প্রযুক্তির ৩০৪। - পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রার পদ্ধতির পরিবর্তন ঘটে। উত্তর : সময়ের ৩০৫। নিত্য-নতুন - প্রয়োজনীয়তার ফলে বিকাশ ঘটে। উত্তর : প্রযুক্তির ৩০৬। কৃষিপ্রযুক্তির - যুগ। উত্তর : তিনটি ৩০৭। প্রযুক্তির উদ্ভভাবনে - প্রয়োজন। উত্তর : বিজ্ঞানের জ্ঞান ৩০৮। দিন ও রাত্রির দৈর্ঘ্য - দ্বারা প্রভাবিত নয়। উত্তর : প্রযুক্তি ৩০৯। প্রযুক্তি সবসময় কল্যাণকর অথবা ক্ষতিকর তা - ওপর নির্ভরশীল। উত্তর : প্রয়োগের ৩১০। প্রযুক্তির লক্ষ্য - নিয়ন্ত্রণ করা। উত্তর : পরিবেশ ৩১১। প্রযুক্তির বিকাশে একটি উলেস্নখযোগ্য অবদান হলো -। উত্তর : কম্পিউটার ৩১২। - ব্যবহার করে অতি ক্ষুদ্র জীবদের পর্যবেক্ষণ করা যায়। উত্তর : অণুবীক্ষণ যন্ত্র হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়