৯ম শ্রেণির বাংলা ১ম পত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

প্রকাশ | ২৮ মার্চ ২০২৩, ০০:০০

শিক্ষা জগৎ
একাত্তরের দিনগুলি ৯৩। 'বুকানিয়ার' কোন রঙের গোলাপ? উত্তর : হলুদ ৯৪। 'পাসকালি' নামক গোলাপের রং কেমন? উত্তর : সাদা ৯৫। 'একাত্তরের দিনগুলি' রচনায় কলিদানিতে কীসের আধফোটা একটি কলি আছে? উত্তর : বনি প্রিন্স ৯৬। 'একাত্তরের দিনগুলি' রচনায় লেখিকা কোনটিকে নেশা বলেছেন? উত্তর : বাগান করা ৯৭। সারাদেশ থেকে কী উধাও? উত্তর : পিস ৯৮। 'একাত্তরের দিনগুলি' রচনায় কত তারিখে প্রাইমারি স্কুল খোলার হুকুম হলো? উত্তর : ১ তারিখ ৯৯। 'একাত্তরের দিনগুলি' রচনায় কত তারিখে মাধ্যমিক স্কুল খোলার হুকুম দেওয়া হয়েছে? \হউত্তর : ৯ তারিখ ১০০। জামীর স্কুলে যাওয়ার ব্যাপারে পরিবারের সবার সিদ্ধান্ত কী ছিল? উত্তর : স্কুলে যাবে না ১০১। জামীকে স্কুলে পাঠানোর বিপক্ষে সবাই মত দিল কেন? উত্তর : দেশের অবস্থা স্বাভাবিক নয় বলে ১০২। ১৯৭১ সালের ১৭ মে পত্রিকায় কাদের নাম দিয়ে বিবৃতি দেওয়া হয়? উত্তর : বুদ্ধিজীবী ও শিল্পীদের ১০৩। ১৯৭১ সালের ১৭ মে পত্রিকায় বের হওয়া বিবৃতি পড়ে অনেক বুদ্ধিজীবী ও শিল্পীদের স্তম্ভিত হওয়ার কথা কেন? উত্তর : না পড়েই বিবৃতিতে সই করেছিলেন ১০৪। জাহানারা ইমাম ১৯৭১ সালের ১৭ মে পত্রিকায় বের হওয়া বিবৃতির রচয়িতার সাথে কার তুলনা দিয়েছেন? উত্তর : গোয়েবলসের ১০৫। 'একাত্তরের দিনগুলি' রচনায় বিবৃতি রচয়িতার সাথে গোয়েবলসের তুলনা দেওয়ার কারণ কী? উত্তর : নির্লজ্জ মিথ্যাচার ১০৬। ১৯৭১ সালের ২৫ মে ইসলামিক ফাউন্ডেশন কাকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছিল? উত্তর : বিদ্রোহী কবিকে নিয়ে ১০৭। 'চরমপত্র' পাঠক শুদ্ধ বাংলা ভাষায় বলতে বলতে শেষ দিকে কোন ভাষায় দুটি কথা বললেন? উত্তর : খাঁটি ঢাকাইয়া ভাষায় ১০৮। কোন বিষয়টি জাহানারা ইমামের কাছে অত্যন্ত অবিশ্বাস্য বলে মনে হলো? উত্তর : ঢাকায় গেরিলাদের প্রতিরোধ গড়ে তোলা ১০৯। কোন কঠিন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে জাহানারা ইমাম ও তার স্বামী দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন? উত্তর : রুমীর জন্য মার্সি পিটিশন করার ব্যাপারে ১১০। রুমীকে ঘিরে বাঁকা ও ফকিরের ভাবনা কী ছিল? উত্তর : যে কোনো ভাবে মুক্ত করতে হবে ১১১। শরীফ মার্সি পিটিশনের বিপক্ষে কেন? উত্তর : ছেলের আদর্শের অপমান হয় বলে ১১২। মতিউর রহমানের পদবি ছিল কোনটি? \হউত্তর : ফ্লাইট লেফটেন্যান্ট ১১৩। 'একাত্তরের দিনগুলি' রচনায় শরীফ কার কাছ থেকে মতিউর রহমানের কথা শুনেছে? উত্তর : ডা. রাব্বি ১১৪। শহিদ মতিউর রহমানের স্ত্রীর নাম কী? উত্তর : মিলি ১১৫। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আবু মোহাম্মদ আলী ছদ্মনামে ইংরেজি খবর ও ভাষ্য পাঠ করতেন কে? উত্তর : আলী যাকের ১১৬। আলমগীর কবির কোন ছদ্মনামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কণ্ঠযুদ্ধে যোগ দেন? উত্তর : আহমেদ চৌধুরী ১১৭। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আকাশযুদ্ধ বিরতি কয়টা পর্যন্ত বাড়ানো হলো? উত্তর : বিকেল ৩টা ৩০ মিনিট ১১৮। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দলে দলে লোক কোন ধ্বনি তুলে রাস্তায় বেরিয়ে পড়ে? উত্তর : জয় বাংলা ১১৯। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লোকজন কী উপেক্ষা করে রাস্তায় নেমে পড়ে? উত্তর : কারফিউ ১২০। জাহানারা ইমামের স্বামীর কুলখানি কবে অনুষ্ঠিত হয়? উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭১ ১২১। কোনটি করা হলে রুমী কোনোদিন তার মা-বাবাকে ক্ষমা করতে পারত না? উত্তর : প্রাণভিক্ষার আবেদন ১২২। শেষবারের মতো সতর্ক করে দেওয়ার জন্য প্রেরিত পত্রকে কী বলা যায়? উত্তর : চরমপত্র অনুধাবন স্তরের প্রশ্নোত্তর ১। 'মুক্তিফৌজ' কথাটা লেখিকার কাছে ভারী কেন? উত্তর : অবরুদ্ধ ঢাকায় মুক্তিফৌজের অবস্থান অবিশ্বাস্য হওয়ায় মুক্তিফৌজ কথাটা লেখিকার কাছে ভারী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ছিল হানাদার পাকিস্তানি সেনাদের দ্বারা এক প্রকার অবরুদ্ধ। এর মধ্যে মুক্তিবাহিনীর গেরিলাদের প্রতিরোধ গড়ে তোলা ছিল প্রায় অসম্ভব। কিন্তু স্বাধীনতাকামী সাহসী যুবকরা ঠিকই গোপনে গোপনে এখানে-সেখানে তাদের উপস্থিতি জানান দিতে থাকে। লেখিকার কাছে এ বিষয়টি অবিশ্বাস্য মনে হয়। তাই মুক্তিফৌজ কথাটা তার কাছে ভারী। ২। স্কুল খুললেও জামী স্কুলে যাবে না কেন? উত্তর : দেশে কোনো কিছুই স্বাভাবিকভাবে চলছিল না বলে স্কুল খুললেও জামী স্কুলে যাবে না। ১৯৭১ সালে এ দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছিল। ফলে দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হয়। এ অবস্থায় কোনো ছাত্রের পক্ষেই স্কুলে যাওয়া সম্ভব ছিল না। কিন্তু সরকার জোর করে স্কুল খোলার ব্যবস্থা করে। উদ্দেশ্য, দেশে সবকিছু ঠিকঠাক চলছে এমনটি প্রচার করা। কিন্তু দেশের এমন প্রতিকূল অবস্থায় লোক দেখানো স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন খুঁজে পেলেন না জামীর অভিভাবকরা। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদস্বরূপ তারা জামীকে স্কুলে যেতে নিষেধ করলেন। \হপরবর্তী অংশ আগামী সংখ্যায়