রাবিতে মুক্তিযুদ্ধভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী

প্রকাশ | ২৮ মার্চ ২০২৩, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক প্রামাণ্য স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন 'সংস্কৃতায়ন'। স্থিরচিত্র প্রদর্শনী দেখতে ভিড় জমিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ডক্টর মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ডক্টর এম হুমায়ুন কবীর ২৫ মার্চ এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার পান্ডে। এই স্থিরচিত্র প্রদর্শনীতে প্রায় ১০০টি চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। এখানে ভাষা আন্দোলন, ছয় দফা দাবি, গণ-অভু্যত্থান, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বিজয় দিবস, বঙ্গবন্ধুসহ বিভিন্ন চিত্র স্থান পেয়েছে।