জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০২ এপ্রিল ২০২৩, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : পরম শূন্য তাপমাত্রা সমান - উত্তর : ২৭৩ক্ক সেন্টিগ্রেড। প্রশ্ন : সিএনজি গাড়ি চলে - \হউত্তর : অটো চক্রে। প্রশ্ন : বাংলাদেশে টিভি সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠাতে হয় - উত্তর : ফ্রিকুয়েন্সি মডুলেশন করে। প্রশ্ন : শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারণ - উত্তর : বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে। প্রশ্ন : ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারণ - উত্তর : শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়। প্রশ্ন : পস্নাস্টার অব প্যারিস বলা হয় - উত্তর : দুই অণু পানিসহযোগে গঠিত ক্যালসিয়াম কার্বনেট। প্রশ্ন : উড পেন্সিলের 'শীষ' হলো - উত্তর : গ্রাফাইট, ২ই, ৪ই, ৬ই পেন্সিলের শীষেও গ্রাফাইট থাকে। প্রশ্ন : শুষ্ক বরফ বলা হয় - উত্তর : হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে, ব্যবহৃত হয় স্টেজে ধোয়া সৃষ্টিতে। প্রশ্ন : এসিড বৃষ্টির জন্য দায়ী - উত্তর : সালফার ডাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইড। প্রশ্ন : ফ্রেয়ন কার ট্রেড নাম - উত্তর : ঈঋঈ (রেফ্রিজারেটরে থাকে), ক্লোরোফ্লুরো কার্বন। প্রশ্ন : কাপড় কাচার সোডা কোনটি? উত্তর : ঘধ২ঈঙ৩ প্রশ্ন : নোবল গ্যাস নয় - উত্তর : ওজন। প্রশ্ন : পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় - উত্তর : দুধকে। প্রশ্ন : প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় - উত্তর : মিথেন। প্রশ্ন : রেস্টিফাইড স্পিরিট হলো - উত্তর : ৯৫% ইথাইল এলকোহল + ৫% পানি। প্রশ্ন : গ্যালভানাইজেশন হলো লোহার উপর - উত্তর : দস্তার প্রলেপ। প্রশ্ন : ঈঘএ-এর পূর্ণরূপ - উত্তর : ঈড়সঢ়ৎবংংবফ ঘধঃঁৎধষ এধং. প্রশ্ন : চঈজ-এর পূর্ণরূপ - উত্তর : চড়ষুসবৎধংব ঈযধরহ জবধপঃরড়হ. প্রশ্ন : ঈ৬ঐ১৪-এর আইসোমার-এর সংখ্যা - উত্তর : ৬টি। প্রশ্ন : দেহের কোন অংশে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে - উত্তর : হেপারিন।