জানার আছে অনকে কছিু

প্রকাশ | ১৫ জুলাই ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : আরব বিশ্বের কোন দুটি দেশের, সঙ্গে ইসরাইলের ক‚টনৈতিক সম্পকর্ রয়েছে? উত্তর : জডার্ন ও মিসর। প্রশ্ন : পাকিস্তানের সামরিক শক্তি ধ্বংস করতে ভারত কোন আক্রমণাত্মক মতবাদ গ্রহণ করেছে? উত্তর : কোল্ড স্টাটর্ ওয়ার ডক্ট্রিন। প্রশ্ন : পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের বতর্মান নাম কি? উত্তর : খাইবার পাখতুনখঁা। প্রশ্ন : হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি? উত্তর : গেস্টাপো। প্রশ্ন : বুশাহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর : ইরানে। প্রশ্ন : সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে? উত্তর : ভারত এবং পাকিস্তান। প্রশ্ন : অথর্নীতিতে নোবেল বিজয়ী প্রথম নারী কে? উত্তর : এলিনর অস্ট্রম (যুক্তরাষ্ট্র)