নবম ও দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৫ জুলাই ২০১৮, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বাগধারা নিয়ে আলোচনা করা হলো। বাগধারা অথর্ বাক্যরচনা বণের্চারা কপট ব্যক্তি - লোকটা বণের্চারা, তার আসল রূপ ধরা যায় না। বালি বাঁধ অস্থায়ী বস্তু - বড়র পিরিত যেন বালির বাঁধ। বাঁ হাতের ব্যাপার ঘুষ গ্রহণ - এ অফিসের কিছু কমর্চারী বাঁ হাতের ব্যাপারে সিদ্ধহস্ত। বাঘের দুধ/চোখ দুঃসাধ্য বস্তু - টাকায় বাঘের দুধ মেলে। বুদ্ধির ঢেঁকি নিরেট মূখর্ - Ðঁকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেঁকি। ব্যাঙের আধুলি সামান্য সম্পদ - এই সামান্য কটা টাকা ব্যাঙের আধুলি আর কি। ব্যাঙের সদির্ অসম্ভব ঘটনা - জেলের বাস্তু ঘুঘুকে দেখাচ্ছে জেলের ভয়, ব্যাঙের আবার সদির্। ভরাডুবি সবর্নাশ - আমি কারো ভরাডুবি করিনি যে সবাই আমার বিরুদ্ধে লেগেছে। ভূতের ব্যাগার অযথা শ্রম - জীবনভর ভূতের ব্যাগার খেটে গেলাম, লাভ কিছুই হলো না। ভিজে বিড়াল কপটাচারী - সমাজের ভিজে বেড়ালদের চেনা সহজ নয়। ভূশÐির কাক দীঘর্জীবী - স্ত্রী, পুত্র, কন্যা-সবার মৃত্যুর পরও বৃদ্ধ ভূশÐির কাকের মতো বেঁচে আছে। মগের মুল্লুক অরাজক দেশ - এটা কি মগের মুল্লুক পেয়েছ যে যা খুশি তাই করবে? মণিকাঞ্চন যোগ/ সোনায় সোহাগা উপযুক্ত মিলন - যেমন বর, তেমনি কনে, একেবারে মণিকাঞ্চন যোগ/ সোনায় সোহাগা। মন না মতি অস্থির মানব মন - মানুষের মন তো বদলেই থাকে; কথায় বলে- ‘মন না মতি’। মাছের মায়ের পুত্রশোক কপট বেদনাবোধ - নিজের পুত্রের মৃত্যুতে একফেঁাটা চোখের পানি পড়ল না, এ যে মাছের মায়ের পুত্রশোক। মিছরির ছুরি মুখে মধু অন্তরে বিষ - লোকটির কথা শুনতে মধু মনে হলেও আসলে মিছরির ছুরি।