ঢাবির ৮ শিক্ষাথীের্ক বৃত্তি প্রদান

প্রকাশ | ১৫ জুলাই ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
১২ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৮ শিক্ষাথীের্ক বৃত্তি প্রদান করা হয়। ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের বিবিএ (সম্মান) এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের বিএসএস (সম্মান) পরীক্ষায় সবোর্চ্চ সিজিপিএ অজর্ন করায় ৪ জন মেধাবী শিক্ষাথীের্ক ‘মুস্তাফিজুর রহমান খান-সালেহা খানম মেমোরিয়াল বৃত্তি’ ও পদাথির্বজ্ঞান বিভাগের বিএস (সম্মান) ও আইন বিভাগের এলএলবি (সম্মান) পরীক্ষায় সবোর্চ্চ সিজিপিএ প্রাপ্ত ৪ জন ছাত্রছাত্রীকে ‘প্রফেসর মাহফুজা খানম-ব্যারিস্টার শফিক আহমেদ বৃত্তি’ প্রদান করা হয়েছে। উপাচাযর্ লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষাথীের্দর হাতে এ বৃত্তির চেক তুলে দেন। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, পদাথর্ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুস ছাত্তার, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ড. সানজীদা আখতার, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক মাহফুজা খানম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মো. এনামউজ্জামান উপস্থিত ছিলেন। ‘মুস্তাফিজুর রহমান খান-সালেহা খানম মেমোরিয়াল বৃত্তি’প্রাপ্ত শিক্ষাথীর্রা হলেনÑ আফরিন সুলতানা ও আল আমিন বিশ্বাস (ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স) এবং হালিমা-তুস সাদিয়া ও কাজী আল আমিন (উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ)। ‘প্রফেসর মাহফুজা খানম-ব্যারিস্টার শফিক আহমেদ বৃত্তি’প্রাপ্ত শিক্ষাথীর্রা হলেন-পুলক দাসগুপ্ত ও নন্দিতা দেব (পদাথির্বজ্ঞান) এবং নাসরিন আক্তার ও মো. আবু সায়েম (আইন)।