এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র

‘ঝণার্র গান’ কবিতায় ঝণার্র স্বরূপ ধরা পড়েছেÑ

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টানর্ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র থেকে মডেল টেস্ট দেয়া হলো ১৮. কাকতাড়–য়া উপন্যাসের ক্ষেত্রে বলা যায়Ñ র বাঙালির অধিকার চেতনা প্রকাশ পেয়েছে রর পাকিস্তানিদের আগ্রাসন প্রকাশ পেয়েছে ররর বাঙালির গৌরবময় ঐতিহ্যকে নিদের্শ করে নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর ১৯. ‘ঝণার্র গান’ কবিতায় ঝণার্র স্বরূপ ধরা পড়েছেÑ র গতিতে রর সৌন্দযের্ ররর প্রকৃতিতে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) রর ও ররর ২০. ‘একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে চলে তার বিনিমার্ণ’ কীসের? (ক) ইতিহাসের (খ) মানুষের (গ) প্রকৃতির (ঘ) সভ্যতার ২১. মন্দিরের দুয়ারে কে দঁাড়িয়ে আছে? (ক) চেঙ্গিস (খ) মামুদ (গ) কালাপাহাড় (ঘ) ক্ষুধার ঠাকুর নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নাম্বার প্রশ্নের উত্তর দাও : গুরুগজের্নর নীপমঞ্জরী শিহরে, শিখী দম্পতি কেকা কল্লোলে বিহরে দিগবধূচিত হরষা ঘনগৌরবে আসে উন্মাদ বরষা। ২২. উদ্দীপকের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন কবিতার ভাবগত মিল রয়েছে? (ক) প্রাণ (খ) পল্লিজননী (গ) বৃষ্টি (ঘ) সেইদিন এই মাঠ ২৩. নীপমঞ্জরী ‘বৃষ্টি’ কবিতার কোনটির প্রতীক? (ক) বৃষ্টি (খ) কেয়া (গ) কাজল ছায়া (ঘ) তৃষিত বন ২৪. ‘মহাভারত’ গ্রন্থের লেখক কে? (ক) ব্যাসদেব (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) চÐীদাস (ঘ) যতীন্দ্রমোহন বাগচী ২৫. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’Ñ কবিতায় কে আসবে বলে সাকিনা বিবির কপাল ভাঙল? (ক) স্বাধীনতা (খ) মুক্তিযোদ্ধারা (গ) মুজিবনগর সরকার (ঘ) পাক হানাদাররা ২৬. ‘বৃষ্টি ও বিদ্রোহীগণ’ হলো সৈয়দ শামসুল হকেরÑ (ক) কাব্যগ্রন্থ (খ) গল্পগ্রন্থ (গ) উপন্যাস (ঘ) নাটক ২৭. ‘দিগন্ত প্লাবিত’ শব্দটির ক্ষেত্রে নিচের কোন যুক্তিটি গ্রহণযোগ্য? (ক) যার কোনো সীমা নেই (খ) অসীম জায়গা (গ) আকাশছেঁায়া (ঘ) বিরাট ফসলের মাঠ ২৮. ‘প্রাণ’ কবিতায় কবি কীভাবে ফুল নিতে বলেছেন? (ক) হাসিমুখে (খ) কষ্ট পেয়ে (গ) ব্যথা পেয়ে (ঘ) আঘাত পেয়ে ২৯. বাঙ্কারের মধ্যে বুধা কী পুঁতে রাখবে? (ক) গ্রেনেড (খ) বারুদ (গ) মাইন (ঘ) ছুরি ৩০. কবি আহসান হাবীব কেমন পথিক নন? (ক) ভিন গঁায়ের (খ) ভিনদেশি (গ) ফেরি করা (ঘ) পযার্টক সৃজনশীল অংশ মান : ৭০ গদ্য থেকে অন্তত ২টি, পদ্য থেকে অন্তত ২টি, উপন্যাস থেকে অন্তত ১টি ও নাটক থেকে অন্তত ১টি করে মোট ৭টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান ১০ (১+২+৩+৪)। ক অংশÑগদ্য প্রশ্ন : ১ আপনি যতই চেষ্টা করুন না কেন, যে লোক যতটুকু ভার বইবার ক্ষমতা রাখে, তার চেয়ে বেশি ওজনের বোঝা সে লোককে দিয়ে স্থানান্তর করাতে পারবেন না। আর যদি সে দুরূহ চেষ্টা করেও তবে অনিষ্ঠ ঘটার সম্ভাবনা রয়েছে। অথার্ৎ যার ক্ষমতা যতটুকু, তার চেয়ে বেশি কাজ আদায় করতে গেলে কাজের কাজ কিছুই তো হবে না; বরং ব্যক্তির ক্ষমতা বিলোপ হবার সম্ভাবনা উজ্জ্বল। যেমন, যে বালকের খেলাচ্ছলে শিক্ষা গ্রহণ করবার বয়স, সে ছেলেকে যদি তার ওজনের চেয়ে বেশি বই দিয়ে বিদ্যালয়ে গমনের ব্যবস্থা করা হয়, তবে শিক্ষার প্রতি বালকের একটা বিদ্বেষভাব কাজ করবে। সুতরাং বালকের যতটুকু বিদ্যাজের্নর ভার বইবার ক্ষমতা রয়েছে তার চেয়ে বেশি চাপ দেয়া কখনই ঠিক হবে না। ক) ‘ভঁাড়ে ও ভবানী’ অথর্ কী? খ) ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়’Ñ কেন? গ) উদ্দীপকের সাথে বই পড়া প্রবন্ধের কী যোগসূত্র রয়েছে। ব্যাখ্যা কর। ঘ) উদ্দীপকের মূলভাব বইপড়া প্রবন্ধের সমগ্র ভাবকে ধারণ করে কী?Ñ বিশ্লেষণ কর। প্রশ্ন ২: রবীন্দ্রনাথ ঠাকুরের খোকাবাবুর প্রত্যাবতর্ন গল্পে ভৃত্য রাইচরণের সঙ্গে বেড়াতে গিয়ে বাড়ির মনিবের ছেলের সলিলসমাধি হয়। ছেলেটিকে রাইচরণ প্রাণাধিক ভালোবাসত। ঘটনাটি রাইচরণের অগোচরে ঘটলেও এর জন্য তাকেই দোষী সাব্যস্ত করা হয়। এ ঘটনার জন্য রাইচরণ ভীষণ অনুতপ্ত হয়। বেশ কিছুদিন পরে ওই বাড়িতেই রাইচরণ একটি ছেলেকে নিয়ে হাজির হয় এবং ছেলেটিকে তাদের ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেয়। বস্তুত ছেলেটি ছিল রাইচরণের নিজের। ক) ‘মমতাদি’ গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থের অন্তগর্ত? খ) মমতাদির চোখ সজল হয়ে উঠেছিল কেন? গ) উদ্দীপকে রাইচরণের আচরণে মমতাদির কোন বৈশিষ্ট্য লক্ষ করা যায়। ব্যাখ্যা কর। ঘ) মূল্যবোধে রাইচরণ ও মমতাদি অভিন্ন হলেও পরিণতিতে দুজন ভিন্নÑ স্বীকার কর কি? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।