৯ম শ্রেণির বাংলা ১ম পত্র

প্রকাশ | ১০ এপ্রিল ২০২৩, ০০:০০

মোচ্ছা. রুবিনা খাতুন, সহকারী শিক্ষক, দখিনা রূপকারী উচ্চ বিদ্যালয়, বাগাইছড়ি, রাঙামাটি য়
সুভা ১৭. পূর্ণিমার রাতে সুভা কী করেছিল? উত্তর : পূর্ণিমার রাতে সুভা নিজেকে চেনার চেষ্টা করেছিল। পূর্ণিমার রাতে একদিন সুভা দরজা খুলে ভয়ে ভয়ে মুখ বের করে দিয়ে পূর্ণিমা দেখছিল। তার মনে হয়েছিল এই পূর্ণিমা রাতও যেন তার মতো একা এবং নির্বাক। সে নিজের অস্তিত্ব এবং নিজের বেড়ে ওঠা সম্পর্কে অনুভূতি লাভ করে। অনেক কিছু বুঝতে চায়, কথা বলতে চায় কিন্তু পারে না। চারদিকের সমস্ত নির্জনতা যেন তাকে ছাপিয়ে ওঠে। আর এই নিস্তব্ধ প্রকৃতির মধ্যে একটি মেয়ে দাঁড়িয়ে থাকে, সুভা যেন তাও অনুভব করে। ১৮. কেন বাণীকণ্ঠকে লোকে নিন্দা করতে শুরু করে? উত্তর : সুভার বিয়ে না দেওয়ায় বাণীকণ্ঠকে লোকে নিন্দা করে। সুভা বাণীকণ্ঠের তৃতীয় মেয়ে। সুভা বোবা হওয়াতে তাকে বিয়ে দিতে অসুবিধা হচ্ছিল। কিন্তু তার জন্য বাণীকণ্ঠ তার বিয়ে দিতে পারছিলেন না বলে সবাই বাণীকণ্ঠকে নিন্দা করা শুরু করেছিল। তার ওপর বাণীকণ্ঠ সচ্ছল ছিলেন, তারা দুবেলা মাছ-ভাত খেতে পারতেন বলে তার শত্রম্নরও শেষ ছিল না। গ্রামের লোকজন তাদের একঘরে করারও গুঞ্জন তোলে। ১৯. প্রতাপের দিকে সুভা কেন মর্মবিদ্ধ হরিণীর মতো তাকিয়ে ছিল? উত্তর : সুভার বর পাওয়া গেছে, সে বিয়ে করে চলে যাবে, বিয়ের পর যেন সুভা তাকে না ভুলে প্রতাপের এই কথাগুলো শুনে সুভা প্রতাপের দিকে মর্মবিদ্ধ হরিণীর মতো তাকিয়ে ছিল। প্রতাপ মাছ ধরার সময় সুভা একদিন তার কাছে গেলে প্রতাপ তাকে বলে যে, তার বর খুঁজে পাওয়া গেছে। তার বিয়ে হবে। বিয়ের পর সে যে সবাইকে ভুলে না যায়। এ কথা শুনে সুভা প্রতাপের দিকে এমনভাবে তাকায়, যে মর্মবিদ্ধ হরিণী শিকারির দিকে তাকিয়ে থাকে। কারণ সুভা বিয়ের জন্য রাজি ছিল না। প্রতাপের কাছ থেকে কথাটি শুনে ভালো লাগে না তার। অত্যন্ত কষ্ট পায় বলে এভাবে তাকিয়ে থাকে। সাহিত্যের রূপ ও রীতি ১. সফোক্লিসের 'ইডিপাস' পড়ে সিঁথির মাঝে এক ধরনের ভালো লাগা সৃষ্টি হলো কিন্তু তখন সে হাসতে পারছিল না বরং তার চোখে হালকা অশ্রম্নর আভাস পাচ্ছিল। 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের আলোকে ইডিপাসকে সাহিত্যের কোন রূপ বলা যায়? ক) ভক্তিমূলক গীতিকাব্য খ) ট্র্যাজেডি গ) প্রহসন ঘ) দর্শনাশ্রয়ী কবিতা সঠিক উত্তর : খ) ট্র্যাজেডি ২. 'নাহি তত্ত্ব নাহি উপদেশ'- এর পরের চরণ কোনটি? ক) নাহি বর্ণনার ছটা খ) প্রত্যহ যেতেছে ভাসি গ) অন্তরে অতৃপ্তি রবে ঘ) শেষ হয়ে হইল না শেষ সঠিক উত্তর : গ) অন্তরে অতৃপ্তি রবে ৩. একই সঙ্গে নাট্যকার ও অভিনেতা ছিলেন- ক) দীনবন্ধু মিত্র খ) গিরিশচন্দ্র ঘোষ গ) মাইকেল মধুসূদন দত্ত ঘ) দ্বিজেন্দ্রলাল রায় সঠিক উত্তর : খ) গিরিশচন্দ্র ঘোষ ৪. বঙ্কিমচন্দ্রের প্রধান সৃষ্টিকর্ম নয়- র. গান রর. কবিতা ররর. উপন্যাস নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) রর ও ররর সঠিক উত্তর : গ) র ও রর ৫. 'বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য।'- উক্তিটি কার? ক) রবীন্দ্রনাথের খ) বঙ্কিমচন্দ্রের গ) শরৎচন্দ্রের ঘ) মাইকেল মধুসূদন দত্তের সঠিক উত্তর : খ) বঙ্কিমচন্দ্রের ৬. যেগুলোর সমন্বয়ে উপন্যাসের পস্নট বা আখ্যানভাগ তৈরি হয়ে ওঠে- র. গল্প রর. চরিত্র ররর. সংলাপ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ক) র ও রর ৭. বাংলা নাটকের যুগন্ধর পুরুষ কে? ক) দীনবন্ধু মিত্র খ) মাইকেল মধুসূদন দত্ত গ) গিরিশচন্দ্র ঘোষ ঘ) দ্বিজেন্দ্রলাল রায় সঠিক উত্তর : গ) গিরিশচন্দ্র ঘোষ ৮. 'কপালকুন্ডলা' উপন্যাসের নামকরণ করা হয়েছে- র. নায়িকার নামানুসারে রর. নায়িকার ভাগ্যের পরিণতি অনুসারে ররর. বিষয়বস্তু অনুসারে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর সঠিক উত্তর : ক) র ৯. কোন বাঙালি ঔপন্যাসিক রচিত উপন্যাস এখন পর্যন্ত সবচেয়ে বেশি পঠিত ও জনপ্রিয়? ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) হুমায়ূন আহমেদ সঠিক উত্তর : গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১০. সংস্কৃত আলঙ্কারিকদের মতে কাব্য কয় ধরনের? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ সঠিক উত্তর : ক) দুই ১১. হায়াৎ মামুদ কোথায় জন্মগ্রহণ করেন? ক) হুগলি জেলার মৌড়া গ্রামে খ) কলকাতায় গ) ফেনী জেলার মজুপুর গ্রামে ঘ) পশ্চিমবঙ্গের মালদলে সঠিক উত্তর : ক) হুগলি জেলার মৌড়া গ্রামে ১২. কোন চরিত্রটি পৌরাণিক? ক) শূর্পণখা খ) শেক্সপিয়ার গ) শাহজাহান ঘ) শ্রীশচন্দ্র দাস সঠিক উত্তর : ক) শূর্পণখা ১৩. কোন কাব্যে যুদ্ধ বিগ্রহের চিত্র ফুটে ওঠে? ক) গীতি খ) শোকগাথায় গ) মহাকাব্যে ঘ) ভক্তিমূলক কবিতায় সঠিক উত্তর : গ) মহাকাব্যে ১৪. বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন কোনটি? ক) চর্যাপদ খ) রামায়ণ গ) মহাভারত ঘ) বৈষ্ণব কবিতাবলি সঠিক উত্তর : ঘ) বৈষ্ণব কবিতাবলি হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়