এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা দ্বিতীয়পত্র

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
প্রিয় পরীক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি মডেল প্রশ্ন (নিচে উত্তর মিলিয়ে নাও) দেয়া হলো মডেল প্রশ্ন (বহুনিবার্চনি) ১। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতকে কী বলে? ক) ধ্বনি খ) শব্দ গ) বাক্য ঘ) ভাষা ২। ‘আলপিন’ কোন ভাষার শব্দ? ক) পতুির্গজ খ) ওলন্দাজ গ) গুজরাটি ঘ) তুকির্ ৩। কথাবাতার্, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? ক) চলিত খ) সাধু গ) মিশ্র ঘ) উপজাতীয় ৪। আঞ্চলিক ভাষার অপর নাম কী? ক) কথ্যভাষা খ) উপভাষা গ) সাধুভাষা ঘ) চলিত ভাষা ৫। উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দগুলোকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? ক) তিনটি খ) চারটি গ) পঁাচটি ঘ) ছয়টি ৬। কোনটি পারিভাষিক শব্দ? ক) বিদ্যালয় খ) কলেজ গ) স্কুল ঘ) ইনস্টিটিউশন ৭। কোনটি অধর্তৎসম শব্দ? ক) সূযর্ খ) সুনাম গ) জবান ঘ) জোছনা ৮ গিন্নি কোন শ্রেণির শব্দ? ক) খঁাটি বাংলা খ) দেশি গ) বিদেশি ঘ) অধর্তৎসম ৯। বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী? ক) চলিত রীতি খ) কথ্য রীতি গ) সাধুরীতি ঘ) আঞ্চলিক রীতি ১০। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? ক) পালি খ) হিন্দি গ) উড়িয়া ঘ) বঙ্গকামরূপী ১১। সাধু ও চলিত ভাষার মূল পাথর্ক্য কোন পদে বেশি দেখা যায়? ক) বিশেষ্য ও বিশেষণ খ) ক্রিয়া ও সবর্নাম গ) বিশেষ্য ও ক্রিয়া ঘ) বিশেষণ ও ক্রিয়া ১২। কিসের ভেদে ভাষার পাথর্ক্য ও পরিবতর্ন ঘটে? ক) দেশ ও কালভেদে খ) দেশ, কাল ও ব্যক্তিভেদে গ) কাল, পরিবেশ ও ব্যক্তিভেদে ঘ) দেশ, কাল ও পরিবেশভেদে ১৩। বতর্মানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত? ক) দুই হাজার খ)পঁাচ হাজারের ওপর গ) প্রায় সাড়ে তিন হাজারের ওপর ঘ) সাড়ে সাত হাজারের ওপর ১৪। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদশর্ন কোনটি? ক) মহাভারত খ) চযার্পদ গ) রামায়ণ ঘ) জঙ্গনামা ১৫। তৎসম শব্দ কোনটি? ক) চা খ) চেয়ার গ) ধমর্ ঘ) কান ১৬। বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? ক) প্রাচীন যুগে খ) মধ্য যুগে গ) ইংরেজ আগমনের পরে ঘ) স্বাধীনতাযুদ্ধের পরে ১৭।‘চশমা’ কোন ভাষার শব্দ? ক) আরবি খ) ফারসি গ) পতুির্গজ ঘ) ওলন্দাজ ১৮। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত, সুনিদির্ষ্ট বা অপরিবতর্নীয়? ক) কথ্য রীতি খ) লেখ্য রীতি গ) সাধু রীতি ঘ) চলিত রীতি ১৯। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? ক) ভাষা খ) চিত্র গ) ইঙ্গিত ঘ) আচরণ ২০। কোনটি ধমর্সংক্রান্ত ফারসি শব্দ? ক) কোরআন খ) রোজা/জাকাত গ) নালিশ ঘ) ঈদ ২১। ‘পকেটমার’ শব্দটি কোন শ্রেণির? ক) তৎসম খ) দেশি গ) বিদেশি ঘ) মিশ্র ২২। বাংলা ভাষা প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে? ক) অপিনিহিত খ) পারিভাষিক শব্দ গ) রুঢ়ি শব্দ ঘ) তৎসম শব্দ ২৩। নিচের কোনটি ফরাসি শব্দ? ক) হরতাল খ) পাদ্রি গ) তোপ ঘ) কুপন ২৪। পরিবতির্ত উচ্চারণে ইংরেজি শব্দ কোনটি? ক) হাসপাতাল খ) নভেল গ) ফুটবল ঘ) স্কুল ২৫। ‘হরতাল’ কোন ভাষার শব্দ? ক) ওলন্দাজ খ) তুকির্ গ) হিন্দি ঘ) গুজরাটি ২৬। ‘রিকশা’ কোন ভাষার শব্দ? ক) গুজরাটি খ) পাঞ্জাবি গ) তুকির্ ঘ) জাপানি ২৭। ‘হরতন’ ‘রুইতন’ শব্দগুলো কোন ভাষার শব্দ? ক) ওলন্দাজ খ) পতুির্গজ গ) ফরাসি ঘ) জাপানি ২৮। ‘পাউরুটি’ শব্দটি কোন ভাষার? ক) পতুির্গজ খ) ফরাসি গ) গুজরাটি ঘ) পাঞ্জাবি ২৯। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বতর্মানে বাংলা ভাষার স্থান কততম? ক) চতুথর্ খ) পঞ্চম গ) ষষ্ঠ ঘ) সপ্তম ৩০। বাংলা ভাষায় চলিত রীতির প্রবতর্ন করেন কে? ক) প্যারীচঁাদ মিত্র খ) গিরীশ চন্দ্র সেন গ) প্রমথ চৌধুরী ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর: ১. ঘ, ২. ক, ৩. ক, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. ঘ, ৯. গ, ১০.ঘ, ১১. খ, ১২. ঘ, ১৩. গ,১৪. খ, ১৫. গ, ১৬. গ, ১৭. খ, ১৮. গ, ১৯. ক, ২০. খ, ২১. ঘ , ২২. খ, ২৩. ঘ, ২৪. ক, ২৫. ঘ, ২৬. ঘ, ২৭. ক, ২৮. ক, ২৯. ক, ৩০. গ ।