এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র থেকে সৃজনশীল প্রশ্নোত্তর দেয়া হলো সৃশনশীল প্রশ্নোত্তর চতুথর্ অধ্যায় ১. পিংকি, শাকিলা ও খালেদা তিন ক্লাসমেট মিলে সমঝোতার ভিত্তিতে স্টুডেন্টস অ্যাসিস্ট্যান্ট সাভির্স নামে একটি প্রতিষ্ঠান গঠন করে। তারা শিক্ষাথীের্দর বিদেশ পড়তে যেতে প্রয়োজনীয় সহযোগিতা দেয়। এ কাজে তারা যথেষ্ট দক্ষতা ও সুখ্যাতি অজর্ন করায় ব্যবসায় উত্তরোত্তর ভালো করছে। কিন্তু এখানে নানান বিষয়ে তাদের মধ্যে বিপত্তি হচ্ছে। তাই তারা মনে করছে শুধু কথার ওপরে না চলে প্রামাণ্য কিছু করে নিলে ভালো হয়। প্রশ্ন: ক. ঘুমন্ত অংশীদার কী? প্রশ্ন: খ. সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলতে কী বোঝায়? প্রশ্ন: গ. উদ্দীপকের ক্লাসমেটরা মিলে যে ব্যবসায় গড়ে তুলেছে তা কোন ধরনের ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. উদ্দীপকের ক্লাসমেটরা প্রামাণ্য কিছু করবে বলে যে সিদ্ধান্ত নিয়েছে তার যৌক্তিকতা বিশ্লেষণ করো। উত্তর ক. যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। উত্তর খ. যে অংশীদারের দায় ব্যবসায়ে সীমাবদ্ধ তাকে সীমিত অংশীদার বলে। চুক্তি অনুযায়ী ব্যবসায়ের কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ হলে বা আইনগতভাবে সব অংশীদারের সম্মতিক্রমে কোনো নাবালককে সুবিধা প্রদানের উদ্দেশ্যে অংশীদার হিসেবে গ্রহণ করা হলে হলে এরূপ অংশীদারকে সীমিত অংশীদার বলে। এদের দায় সাধারণত ব্যবসায় নিয়োজিত উক্ত অংশীদারের মূলধন পযর্ন্ত সীমাবদ্ধ। আইন অনুযায়ী এ অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। উত্তর গ. একাধিক ব্যক্তি অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যবসায় গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসায় একাধিক ব্যক্তির মধ্যে একটি চুক্তিবদ্ধ সম্পকর্। যেখানে সদস্যরা মুনাফা অজর্ন ও বণ্টন, পারস্পরিক প্রতিনিধিত্ব, বিশ্বাস ও আস্থার ভিত্তিতে কাজ করে। পিংকি, শাকিলা, খালেদ মিলে অংশীদারি ব্যবসায় গড়ে তোলে। পিংকি, শাকিল, খালেদ তিন বন্ধু মিলে সমঝোতার ভিত্তিতে স্টুডেন্টস অ্যাসিস্ট্যান্ট সাভির্স নামে একটি প্রতিষ্ঠান গঠন করে। তাদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে অংশীদারি ব্যবসায় গড়ে ওঠে। তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কাজ করে এবং শিক্ষাথীের্দর বিদেশে পড়াশোনার প্রয়োজনীয় সহায়তা দেয়। তাছাড়া ব্যবসায়টি মুনাফা অজর্ন ও বণ্টন করে। সুতরাং পিংকি, শাকিলা ও খালেদ অংশীদারি ব্যবসায় গঠন করেছে। উত্তর ঘ. অংশীদারি চুক্তিপত্র এ ব্যবসায়ের ভবিষ্যৎ দিকনিদের্শনা প্রদান করে। পিংকি, শাকিলা ও খালেদ মিলে প্রামাণ্য হিসেবে অংশীদারি চুক্তিপত্র গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কারণ অংশীদারি চুক্তিপত্রে অংশীদারদের পারস্পরিক সম্পকর্ ও অন্যান্য বিষয়াবলির উল্লেখ থাকে। ফলে অংশীদারদের পারস্পরিক সম্পকর্ ও অন্যান্য বিষয়াবলির উল্লেখ থাকে। ফলে অংশীদারদের মধ্যে কোনো বিষয়ে বিরোধ দেখা দিলে বা ব্যবসায় সংশ্লিষ্ট কোনো বিষয়ে সমস্যার সমাধানের জন্য চুক্তিপত্রে লিখিত নিয়মানুযায়ী সমাধানের জন্য চুক্তিপত্রে লিখিত নিয়মানুযায়ী যাবতীয় বিষয়ে সুষ্ঠু মীমাংসা করা সম্ভব হয়। কারণ আমরা জানি, অংশীদারি চুক্তিপত্রে অংশীদারি ব্যবসায় গঠন, পরিচালনা ইত্যাদি বিষয়ে একটি চুক্তি সম্পাদন করা হয়। ফলে কোনো বিষয়ে কোনো অংশীদারের মধ্যে কোনো সন্দেহ থাকলে তা চুক্তি অনুযায়ী সহজেই সমাধান করা সম্ভব হয়। তাই ক্লাসমেটরা প্রামাণ্য হিসেবে অংশীদারি চুক্তিপত্র তৈরি করতে সিদ্ধান্ত নিয়েছে এ চুক্তিপত্রের মাধ্যমেই যে কোনো সমস্যা সমাধান করা যাবে, যা অত্যন্ত যুক্তিসঙ্গত। ২. ইমন ও সুমন সবে ছাত্রজীবন শেষ করেছে। সমান সমান লাভ-ক্ষতিতে একমত হয়ে সমঝোতার ভিত্তিতে একুশে বইমেলায় একটি স্টল নেয়। মেলায় বই বিক্রির মাধ্যমে ভালো মুনাফা হওয়ায় তারা সিদ্ধান্ত নিল মেলা শেষ হওয়ার পর নীলক্ষেতে দোকান নিয়ে তাদের বই ব্যবসায়টি পঁাচটি বছর চালাবে। তাদের মূলধন বৃদ্ধির প্রয়োজন হওয়ায় এজাজকে তারা সঙ্গে নিতে চায়। কিন্তু এজাজ ব্যবসায়ের ঝামেলায় যেতে অস্বীকার করে এবং বলে যে অংশীদার হলেও বিনিয়োগের অধিক দায় সে নেবে না। প্রশ্ন: ক. অংশীদারি চুক্তিপত্র কী? প্রশ্ন: খ. কমীর্ অংশীদার বলতে কী বোঝায়? প্রশ্ন: গ. ইমন ও সুমনের সাধারণ অংশীদারি ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা দাও। প্রশ্ন: ঘ. এজাজের সিদ্ধান্ত ব্যবসায়ের জন্যও মঙ্গলকর-এ বক্তব্যের সঙ্গে তুমি কী একমত? মতের স্বপক্ষে যুক্তি দাও। উত্তর ক. অংশীদারদের মধ্যকার চুক্তির বিষয়বস্তু যে দলিলে লিপিবদ্ধ করা হয় তাকে অংশীদারি চুক্তিপত্র বলে। উত্তর খ. যে অংশীদার ব্যবসায় কোনো মূলধন বিনিয়োগ করে না শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কমীর্ অংশীদার বলে। চুক্তি অনুযায়ী এরা অন্যান্য অংশীদারের মতো লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহনে বাধ্য থাকে। অবশ্য ব্যবসায় পরিচালনার জন্য এদের নিদির্ষ্ট হারে বেতন বা লাভের অংশ দিতে হয়। উত্তর গ. কোনো নিদির্ষ্ট মেয়াদ বা নিদির্ষ্ট উদ্দেশ্য সাধনের জন্য অংশীদারি ব্যবসায় গঠিত হলে তাকে নিদির্ষ্ট অংশীদারি ব্যবসায় বলে। এ ক্ষেত্রে এক ব্যক্তি অন্য ব্যক্তির সঙ্গে নিদির্ষ্ট মেয়াদ বা নিদির্ষ্ট প্রচেষ্টার জন্য অংশীদার হয়। নিদির্ষ্ট মেয়াদ শেষে বা প্রচেষ্টা শেষে অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটে। উদ্দীপকে ইমন ও সুমনের অংশীদারি ব্যবসায়টি নিদির্ষ্ট অংশীদারি ব্যবসায়। কারণ ইমন ও সুমন সমান সমান লাভ-ক্ষতিতে সম্মত হয়ে সমঝোতার ভিত্তিতে একুশে বইমেলায় স্টল দেয়, যা একটি নিদির্ষ্ট সময় পযর্ন্ত চলে এবং নিদির্ষ্ট সময় বা বইমেলার সমাপ্তিতে তাদের অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটে। তাই বলা যায়, ইমন ও সুমনের সাধারণ অংশীদারি ব্যবসায়টি নিদির্ষ্ট অংশীদারি ব্যবসায়। উত্তর ঘ. সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ে কমপক্ষে দুজন অংশীদারের দায় চুক্তি বা আইনগত কারণে সীমাবদ্ধ থাকে। সীমাবদ্ধ অংশীদার ব্যবসায়ের পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না সে শুধু বিনিয়োগকারীর ভ‚মিকা পালন করে। উদ্দীপকে এজাজের সিদ্ধান্ত ব্যবসায়ের জন্য মঙ্গলবারÑ আমি এ বক্তব্যের সঙ্গে একমত। কারণ ইমন, সুমন ও এজাজের মধ্যে অংশীদারি ব্যবসায়ে এজাজ অংশীদার হিসেবে বিনিয়োগ করলেও বিনিয়োগের অধিক দায় সে নেয়নি। অথার্ৎ তার দায় সীমাবদ্ধ। তাই এজাজ হলো সীমাবদ্ধ অংশীদার। তাই সে পরিচালনায় অংশ নিতে পারে না। অন্যদিকে ইমন ও সুমনের দায় অসীম। তারা সাধারণ অংশীদার এবং পরিচালনায় অংশ নিতে পারে। ফলে তিনজনের এ অংশীদারি ব্যবসায়ে সুমন ও ইমন আগের মতো করেই ব্যবসায় পরিচালনা করতে সক্ষম হয়। যদি এজাজের দায় অসীমের হতো তাহলে নতুন করে পরিচালনায় অংশ নেয়ার ফলে এ ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকত। কিন্তু এজাজ তার দায় সীমাবদ্ধ রাখায় পরিচালনায় জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তাই বলা যায়, এজাজের সিদ্ধান্ত ব্যবসায়ের জন্য মঙ্গলকর।