খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কাযর্ক্রম উদ্বোধন

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
২৯ জানুয়ারি খুলনা সিটি কপোের্রশনের মেয়র সাবেক প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেক ফিতা কেটে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় কৃষি বিশ্ববিদ্যালযের উপাচাযের্র কাযার্লয় উদ্বোধন করেন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাযর্ক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরুর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ (ভিসি) ড. শহীদুর রহমান খান, রেজিস্ট্রার, জেলা প্রশাসকসহ কমর্কতার্বৃন্দ । এ সময়ে জানান হয় আগামী ১৭ মাচর্ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ও জাতীয় শিশু দিবসে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) একাডেমিক কাযর্ক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এজন্য সাবির্ক প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে ৭টি অনুষদের অধীনে ৫১টি বিভাগ খোলার জন্য ইউজিসিতে প্রস্তাব পাঠানো হয়েছে।