৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

তথ্য পাঠানোর কাজে ব্যবহৃত প্রযুক্তিÑ

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়- ১ ১। পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তথ্য পাঠানোর কাজে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? ক. অপটিক্যাল ফাইবার খ. ইন্টারনেট গ. মোবাইল ফোন ঘ. স্যাটেলাইট সঠিক উত্তর : খ. ইন্টারনেট ২। তুমি ঘরে বসে দেশ-বিদেশের নানা আলোচনা ও খবর শোনাসহ বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে চাও। এ অবস্থায় কোন ডিভাইসটি কিনলে সবোর্চ্চ সুবিধা পাবে? ক. মোবাইল ফোন খ. কম্পিউটার গ. রেডিও ঘ. টেলিভিশন সঠিক উত্তর : ঘ. টেলিভিশন ৩। তুমি পরীক্ষার ফল জানানোর জন্য বাবার কাছে একটি চিঠি কম্পিউটারে টাইপ করতে চাও। এ ক্ষেত্রে কম্পিউটারের কোন ডিভাইসটি প্রথম ব্যবহার করবে? ক. র‌্যাম খ. কিবোডর্ গ. প্রিন্টার ঘ. স্ক্যানার সঠিক উত্তর: খ. কিবোডর্ ৪। কম্পিউটার ফল দিতে পারে কোন উপায়ে? ক. গাণিতিকভাবে খ. যৌক্তিকভাবে গ. ডিজিটালভাবে ঘ. গাণিতিক ও যৌক্তিকভাবে সঠিক উত্তর : ঘ. গাণিতিক ও যৌক্তিকভাবে ৫। কম্পিউটার একটি ডিজিটাল প্রযুক্তি। নিচের কোনটি কম্পিউটার দ্বারা প্রক্রিয়াকরণ করা হয়? ক. তথ্য খ. শব্দ গ. লেখা ঘ. চিত্র সঠিক উত্তর : ক. তথ্য ৬। ইনপুট যন্ত্র কী? ক. যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারকে ডাটা দেওয়া হয় খ. যে যন্ত্রের সাহায্যে কম্পিউটার থেকে ডাটা নেওয়া হয় গ. যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারকে দেখা হয় ঘ. ওপরের সবকটি সঠিক উত্তর : ক. যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারকে ডাটা দেয়া হয় ৭। কম্পিউটার নিম্নের কোন বৈশিষ্ট্যের জন্য অন্যান্য যন্ত্রের চাইতে ভিন্ন? ক. প্রোগ্রামিংয়ের সাহায্যে কাজ করা খ. ইনপুট যন্ত্রের সাহায্যে কাজ করা গ. মনিটরের সাহায্যে কাজ করা ঘ. হাডর্ওয়্যারের সাহায্যে কাজ করা সঠিক উত্তর : ক. প্রোগ্রামিংয়ের সাহায্যে কাজ করা ৮। কোনটি ইনপুট যন্ত্র? ক. মনিটর খ. প্রিন্টার গ. কিবোডর্ ঘ. স্ক্যানার সঠিক উত্তর : গ. কিবোডর্ ৯। কোনটি কম্পিউটারের নিজস্ব ভাষা? ক. মেশিন ভাষা খ. এসেম্বলি ভাষা গ. ইংরেজি ভাষা ঘ. উচ্চ স্তরের ভাষা সঠিক উত্তর : ক. মেশিন ভাষা ১০। কম্পিউটারের যন্ত্র ও যন্ত্রাংশকে কী বলে? ক. সফটওয়্যার খ. হাডর্ওয়্যার গ.ফামর্ওয়্যার ঘ.হিউম্যানওয়্যার সঠিক উত্তর : খ. হাডর্ওয়্যার