জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ডা. সুসানে গীতি
প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেলের নাম কী? উত্তর : ডা. সুসানে গীতি। প্রশ্ন : বতর্মানে দেশের কতটি উপজেলার নদ-নদীতে ইলিশ মাছ পাওয়া যায়? উত্তর : ১২৫টি। প্রশ্ন : বাংলাদেশে বঙ্গোপসাগরের তটরেখার দৈঘর্্য কত? উত্তর : ৭১১/৭১৬ কিলোমিটার প্রশ্ন : বিবিসি নিবাির্চত সবর্কালের সেরা বাংলা গানগুলোর মধ্যে শীষর্ কোনটি? উত্তর : আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রশ্ন : বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? উত্তর : ককর্টক্রান্তি রেখা প্রশ্ন : সাঙ্গু নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর : আরাকান পাহাড়ে প্রশ্ন : বাংলাদেশের বাষির্ক গড় তাপমাত্রা কত? উত্তর : ২৬.০১ ডিগ্রি সেলসিয়াস প্রশ্ন : উদ্ভিদের বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশের বনভ‚মিকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর : ৪ প্রশ্ন : বরেন্দ্র অঞ্চলের বনভ‚মির শতকরা কত ভাগ শালগাছ? উত্তর : ৯৫