ফেনী ইউনিভাসিির্টতে সেমিনার

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
৩১ জানুয়ারি সোনাগাজী বখতার মুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের হলরুমে উচ্চশিক্ষাবিষয়ক এক সেমিনারে অনুষ্ঠিত হয়। ফেনী ইউনিভাসিির্ট ও বখতার মুন্সি ডিগ্রি কলেজের যৌথ আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী ইউনিভাসিির্টর উপাচাযর্, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. সাইফুদ্দিন শাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে উপাচাযর্ বলেন, ফেনী ইউনিভাসিির্টতে যে সেমিস্টার ফি নেয়া হয় তা অন্যান্য প্রাইভেট ইউনিভাসিির্টর ফি-এর চেয়ে কম। আর বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। দরিদ্র, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী, এমন শিক্ষাথীর্রা যেন ঝরে না পড়ে, সেদিকে আমরা লক্ষ্য রাখি। বখতার মুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ আলমের সভাপতিত্বে সেমিনারে ফেনী ইউনিভাসিির্টর ট্রেজারার তায়বুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ফেনী ইউনিভাসিির্টর মাকেির্টং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মোহাম্মদ আবুল খায়েরের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. সাঈদ হোসেন পারভেজ, সহকারী রেজিস্ট্রার (একাডেমিক) সৈয়দ মুহিউদ্দিন হায়দার, বখতার মুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষাথীর্রা উপস্থিত ছিলেন।