বিষয় : সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৩, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
সৈয়দ নজরুল ইসলাম
প্রশ্ন : জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন? উত্তর : রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। প্রশ্ন : বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে? উত্তর : ১৫ ফেব্রম্নয়ারি, ১৯৮২। প্রশ্ন : জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়? উত্তর : স্পিকারের ভোটকে। প্রশ্ন : সংসদ অধিবেশন কে আহ্বান করেন? উত্তর : রাষ্ট্রপতি। প্রশ্ন : গণপরিষদের প্রথম স্পিকার কে? উত্তর : শাহ আব্দুল হামিদ। প্রশ্ন : গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে? উত্তর : মোহাম্মদ উলস্ন্যাহ। প্রশ্ন : এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়? উত্তর : ১৯৩৭ সালে। প্রশ্ন : নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী? উত্তর : সুপ্রিম কোর্ট। প্রশ্ন : বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে? উত্তর : বিচারপতি এম ইদ্রিস। প্রশ্ন : বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে? উত্তর : কাজী হাবিবুল আউয়াল প্রশ্ন : নির্বাচন কমিশন একটি? উত্তর : স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। প্রশ্ন : 'তত্ত্বাবধায়ক সরকার বিল' কবে সংসদে পাস হয়? উত্তর : ২৭ মার্চ, ১৯৯৬। প্রশ্ন : বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? উত্তর : সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)। প্রশ্ন : অ্যাডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট? উত্তর : ২০ ও ২১তম। প্রশ্ন : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? উত্তর : তাজউদ্দীন আহমদ। প্রশ্ন : উপমহাদেশে প্রথম পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় কবে? উত্তর : ১৯২৬ সালে। প্রশ্ন : বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় কবে? উত্তর : ১৯৩৭ সালে। প্রশ্ন : পূর্ব পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় কবে? উত্তর : ১৯৪৭ সালে। প্রশ্ন : বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান কে ছিলেন? উত্তর :ড. জিন্নাতুন্নেছা তাহমিদা।