অষ্টম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৩, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
একাদশ অধ্যায় ১। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম- 'আচিক খুসিক'? (ক) চাকমা (খ) গারো (গ) মারমা (ঘ) সাঁওতাল উত্তর : (গ) মারমা ২। উনিশ শতকে উপমহাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা কোনটি? (ক) গারো বিদ্রোহ (খ) রাখাইন বিদ্রোহ (গ) সাঁওতাল বিদ্রোহ (ঘ) খাসিয়া বিদ্রোহ উত্তর : (গ) সাঁওতাল বিদ্রোহ ৩। মারমা নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে- (র) সমতল থেকে ৬/৭ ফুট উপরে বাড়ি তৈরি (রর) মাতৃপ্রধান পরিবার (ররর) হস্তশিল্পে পারদর্শিতা নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর উত্তর : (ক) র নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ এবং ৫নং প্রশ্নের উত্তর দাও : বার্ষিক পরীক্ষা শেষে সুমাইয়া বাবা-মায়ের সঙ্গে কক্সবাজার বেড়াতে যায়। এখানে বেড়াতে বের হয়ে সে দেখতে পেল এক বিশেষ নৃগোষ্ঠীর মানুষ মাচা পেতে ঘর তৈরি করে বাস করছে। তাদের মুখের আকৃতি গোল, দেহের রং ফরসা। ৪। সুমাইয়ার দেখা নৃগোষ্ঠীর নাম কী? (ক) চাকমা (খ) সাঁওতাল (গ) মারমা (ঘ) রাখাইন উত্তর : (ঘ) রাখাইন ৫। সুমাইয়ার দেখা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য হচ্ছে- (র) পরিবারের প্রধান হলেন বাবা (রর) প্রধান জীবিকা কৃষি (ররর) ঘরবাড়ি বাঁশ ও ছনের তৈরি নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর উত্তর : (গ) র ও রর ৬। হাজং নৃগোষ্ঠী বাংলাদেশের কোন অংশে বাস করে? (ক) উত্তর-পূর্বাংশে (খ) উত্তর-পশ্চিমাংশে (গ) দক্ষিণ-পূর্বাংশে (ঘ) দক্ষিণ-পশ্চিমাংশে উত্তর : (ক) উত্তর-পূর্বাংশে ৭। মাঘী পূর্ণিমার রাতে কিয়াং-এর প্রাঙ্গণে ফানুস উড়ায় কোন নৃগোষ্ঠী? (ক) মারমা (খ) চাকমা (গ) গারো (ঘ) সাঁওতাল উত্তর : (খ) চাকমা ৮। চাকমাদের শ্রেষ্ঠ উৎসব কোনটি? (ক) বৈশাখী পূর্ণিমা (খ) মাঘী পূর্ণিমা (গ) বড়দিনের উৎসব (ঘ) বিজু উত্তর : (ঘ) বিজু ৯। কোনটি নিয়ে মৌজা গঠিত হয়? (ক) পাড়া (খ) গ্রাম-পঞ্চায়েত (গ) চাকমা সার্কেল (ঘ) মারমা অঞ্চল উত্তর : (ক) পাড়া ১০। রাখাইন নৃগোষ্ঠীর দৈহিক বৈশিষ্ট্য- র. মুখমন্ডল গোলাকার রর. দেহের রং ফর্সা ররর. চুলগুলো ঢেউ খেলানো। নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (খ) র ও রর ১১। মারমা জনগোষ্ঠীর জীবিকার প্রধান উপায় কী? (ক) মাছ ধরা (খ) কৃষি (গ) চাকরি (ঘ) পশু শিকার উত্তর : (খ) কৃষি ১২। মারমা জনগোষ্ঠীর ধর্মীয় অনুষ্ঠানগুলো হচ্ছে- র. বৈশাখী পূর্ণিমা রর. আশ্বিনী পূর্ণিমা ররর. মাঘী পূর্ণিমা নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ঘ) র, রর ও ররর ১৩। গারো মহিলাদের নিজেদের তৈরি পোশাকের নাম- র. দকমান্দা রর. দকশাড়ি ররর. আঞ্জি নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ক) র ও রর ১৪। মাথায় 'গবং' পরে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষরা? (ক) গারো (খ) মারমা (গ) ত্রিপুরা (ঘ) চাকমা উত্তর : (খ) মারমা ১৫। 'সাংগ্রাই' উৎসব পালন করা হয় কখন? (ক) চৈত্রসংক্রান্তিতে (খ) পৌষসংক্রান্তিতে (গ) বিয়ের অনুষ্ঠানে (ঘ) দীক্ষা লাভের অনুষ্ঠানে উত্তর : (ক) চৈত্রসংক্রান্তিতে ১৬। গারোরা বাস করে- র. ময়মনসিংহ রর. শেরপুর ররর. গাজীপুর নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর উত্তর : (ঘ) র, রর ও ররর ১৭। গারো, হাজং, কোচ উপজাতিরা কোথায় বাস করে? (ক) সিলেট (খ) বান্দরবান (গ) চিটাগাং (ঘ) ময়মনসিংহ উত্তর : (ঘ) ময়মনসিংহ ১৮। আঞ্জি কী? (ক) পোশাক (খ) উৎসব (গ) খাদ্য (ঘ) বাসা উত্তর : (ক) পোশাক ১৯। সাংসারকে কাদের আদিধর্ম? (ক) গারোদের (খ) মারমাদের (গ) রাখাইনদের (ঘ) চাকমাদের উত্তর : (ক) গারোদের ২০। নিচের কোন উপজাতিগুলো খ্রিষ্টান ধর্মাবলম্বীর? র. চাকমা রর. গারো ররর. সাঁওতাল \হনিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (খ) রর ও ররর ২১। নিচের কোন নৃগোষ্ঠী ধর্মীয় ও লোকজ অনুষ্ঠানে পাগড়ি পরে? (ক) চাকমা (খ) মারমা (গ) সাঁওতাল (ঘ) রাখাইন উত্তর : (ঘ) রাখাইন হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়