একাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ০৯ মে ২০২৩, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
বায়ান্নর দিনগুলো ১৬। কত সালে ঐতিহাসিক আগরতলা মামলা করা হয়? ক. ১৯৫৭ খ. ১৯৫৯ গ. ১৯৬৮ ঘ. ১৯৬৭ উত্তর : গ. ১৯৬৮ ১৭। মহিউদ্দিন কোন রোগে ভুগছিলেন? ক. ব্রঙ্কাইটিস খ. পস্নুরিসিস গ. হেপাটাইটিস ঘ. সাইনোসাইটিস উত্তর : খ. পস্নুরিসিস ১৮। বঙ্গবন্ধুর অনশনে খাওয়ানোর সময় জেল কর্তৃপক্ষের উদ্দেশ্য কী ছিল? ক. সেবা করা খ. আপ্যায়ন করা গ. কোনো রকমে বাঁচিয়ে রাখা ঘ. নির্যাতন করা উত্তর : গ. কোনো রকমে বাঁচিয়ে রাখা ১৯। অনশনের সময় বঙ্গবন্ধু ইচ্ছে করে কী খেতেন? \হক. লেবুর শরবত খ. বেলের শরবত গ. চিনির শরবত ঘ. গস্নুকোজ উত্তর : ক. লেবুর শরবত ২০। 'প্যালপিটিশন' শব্দটি কিসের সঙ্গে জড়িত? \হক. শিরা খ. মাথা গ. হাত ঘ. পা উত্তর : গ. হাত ২১। স্স্নোগান শুনে আবেগাপস্নুত বঙ্গবন্ধুর মাঝে কী প্রকাশ পায়? \হক. দেশপ্রীতি খ. স্বজনপ্রীতি গ. কর্মীপ্রীতি ঘ. ভাষাপ্রীতি উত্তর : ঘ. ভাষাপ্রীতি ২২। ফরিদপুরে শোভাযাত্রা চলছিল কোন তারিখে? \হক. ১৫ ফেব্রম্নয়ারি খ. ২০ ফেব্রম্নয়ারি গ. ২১ ফেব্রম্নয়ারি ঘ. ২২ ফেব্রম্নয়ারি উত্তর : ঘ. ২২ ফেব্রম্নয়ারি ২৩। নিচের কোন বানানটি সঠিক? \হক. অপরিনামদর্শিতা খ. অপরিণামদর্শিতা \হগ. অপরীনামদর্সিতা ঘ. অপরীণামদর্শিতা উত্তর: খ. অপরিণামদর্শিতা ২৪। আন্দোলন ও দাঙ্গার ক্ষেত্রে আইনের কোন ধারাটি ব্যবহৃত হয়? ক. ১০২ খ. ১০৩ গ. ১৪১ ঘ. ১৪৪ উত্তর : ঘ. ১৪৪ ২৫। ১৯৫২ সালে ছাত্র-জনতার ওপর গুলি করতে কে নির্দেশ দেন? \হক. নাজিমউদ্দীন খ. নুরুল আমিন গ. ইয়াহিয়া খান ঘ. আইয়ুব খান উত্তর : খ. নুরুল আমিন ২৬। বঙ্গবন্ধুর মুক্তির অর্ডার আসে কত তারিখে? ক. ১৫ ফেব্রম্নয়ারি খ. ২২ ফেব্রম্নয়ারি গ. ২৫ ফেব্রম্নয়ারি ঘ. ২৭ ফেব্রম্নয়ারি উত্তর : ঘ. ২৭ ফেব্রম্নয়ারি ২৭। বঙ্গবন্ধুর অনশন কী দিয়ে ভঙ্গ করা হয়? \হক. শুধু পানি খ. ডাবের পানি গ. লেবুর শরবত ঘ. লবণ পানি উত্তর : খ. ডাবের পানি ২৮। 'আমার দায়িত্বে নিয়ে যাচ্ছি' ্ত বাক্যটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক. অঙ্গীকার খ. আদেশ গ. উপদেশ ঘ. নির্দেশ উত্তর : ক. অঙ্গীকার ২৯। বেলুচিস্তান কোথায়? ক. ভারতে খ. আফগানিস্তানে গ. পাকিস্তানে ঘ. ইন্দোনেশিয়ায় উত্তর : গ. পাকিস্তানে ৩০। বঙ্গবন্ধু ও স্ত্রী রেনু সকালবেলা কোথায় বসে গল্প করছিলেন? ক. বিছানায় খ. সোফায় গ. উঠানে ঘ. দুয়ারে উত্তর : ক. বিছানায় নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও : মানুষের অধিকার আদায়ে সোচ্চার কারাবন্দি ছেলেকে মুক্তির পরে জেলগেটে অপেক্ষমাণ বাবা নীরবে চোখের জল মুছলেন। তবুও ছেলেকে নিয়ে তিনি খুবই গর্বিত। ৩১। উদ্দীপকে উলিস্নখিত বাবা 'বায়ান্নর দিনগুলো' রচনায় কার সঙ্গে তুলনীয়? ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ. শেখ লুৎফর রহমান গ. মোখলেসুর রহমান ঘ. হামিদুর রহমান উত্তর : খ. শেখ লুৎফর রহমান ৩২। উক্ত বাবার মাঝে প্রকাশ পায় ্ত র. সন্তানবাৎসল্য রর. ক্ষোভ ররর. আত্মতৃপ্তি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : খ. র ও ররর ৩৩। বঙ্গবন্ধুকে স্ট্রেচারে নিয়ে যাওয়ার কারণ কী? ক. পঙ্গুত্ব খ. অসুস্থতা গ. অসহায়ত্ব ঘ. ইচ্ছাপূরণ উত্তর : খ. অসুস্থতা ৩৪। বঙ্গবন্ধুর মুক্তির প্রাক্কালে দ্রম্নত যোগাযোগের মাধ্যম কী ছিল? ক. রেডিওগ্রাম খ. চিঠি গ. ফ্যাক্স ঘ. ই-মেইল উত্তর : ক. রেডিওগ্রাম ৩৫। 'বায়ান্নর দিনগুলো' রচনার মূল উপজীব্য বিষয় ্ত র. ভাষা আন্দোলন রর. স্বাধীনতাযুদ্ধ ররর. বঙ্গবন্ধুর অনশন নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : খ. র ও ররর ৩৬। কোন ভাষাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই? ক. বাংলা খ. উর্দু গ. তামিল ঘ. হিন্দি উত্তর : ক. বাংলা ৩৭। বঙ্গবন্ধুর গলা ধরে কে স্স্নোগান দিয়েছিল? \হক. হাচু খ. কামাল \হগ. রেণু ঘ. নাসের উত্তর : ক. হাচু ৩৮। বঙ্গবন্ধুর অনশনের কারণ কী? ক. আত্মবিসর্জন খ. বিনা বিচারে আটকে রাখার প্রতিবাদ গ. ছয় দফা প্রতিষ্ঠা ঘ. সরকারের সঙ্গে অভিমান উত্তর : খ. বিনা বিচারে আটকে রাখার প্রতিবাদ ৩৯। হাচু ও কামালের মাঝে কী ধরনের আচরণ প্রকাশিত হয়েছে? ক. অস্বাভাবিক খ. পরিপক্ব গ. শিশুসুলভ ঘ. স্বাভাবিক উত্তর : গ. শিশুসুলভ ৪০। ভাষার ব্যাপারে কোনো কোনো মওলানা কী জারি করেছিলেন? ক. আইন খ. প্রথা গ. ফতোয়া ঘ. সমন উত্তর : গ. ফতোয়া হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়