একাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ১৪ মে ২০২৩, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ য়
সোনার তরী ২১. উদ্দীপক ও 'সোনার তরী' কবিতায় যে ভাব প্রকাশিত হয়েছে- র. মানুষের জীবনবোধ যন্ত্রণাময় রর. ব্যক্তিসত্তা নয় টিকে থাকে মানুষের কীর্তি ররর. কালপ্রবাহকে মানুষ এড়াতে পারে নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. ররর ঘ. র ও রর সঠিক উত্তর : খ. রর ২২. 'থরে বিথরে' শব্দগুচ্ছ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক. রাশি রাশি খ. বোঝা বোঝা গ. স্তরে স্তরে ঘ. সারি সারি সঠিক উত্তর : গ. স্তরে স্তরে ২৩. 'সোনার তরী' কবিতায় কৃষক মাঝিকে কী অনুরোধ করেছিল? ক. কৃষকের সঙ্গে গল্প করতে খ. কৃষকের ভয় দূর করে দিতে গ. সোনার ধান নৌকায় তুলে দিতে ঘ. সোনার পাট নৌকায় তুলে দিতে সঠিক উত্তর : গ. সোনার ধান নৌকায় তুলে দিতে নিচের উদ্দীপকটি পড়ে এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও : মেঘের পরে মেঘ জমেছে আঁধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে? ২৪. উদ্দীপকের সঙ্গে কোন চরণের মিল রয়েছে? ক. গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা খ. যত চাও তত লও তরণী- পরে গ. শূন্য নদীর তীরে রহিনু পড়ি ঘ. যাহা ছিল নিয়ে গেল সোনার তরী সঠিক উত্তর : ক. গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা ২৫. উদ্দীপক ও 'সোনার তরী' কবিতায় প্রকাশিত হয়েছে- র. বর্ষার প্রকৃতি রর. নিঃস্ব কৃষক ররর. সৃষ্টিশীল কর্ম নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. ররর গ. রর ও ররর সঠিক উত্তর : ক. র ২৬. 'খর-পরশা' শব্দের অর্থ কী? ক. নদী খ. ধারাল বর্শা গ. কাঠ ঘ. বৃষ্টি সঠিক উত্তর : খ. ধারাল বর্শা ২৭. রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন- ক. ১৭৬১ খ. ১৮৬১ গ. ১৯৬১ ঘ. ১৯৬৪ সঠিক উত্তর : খ. ১৮৬১ ২৮. সোনার তরী কবিতায় নৌকা ও মাঝি কীসের প্রতীক? ক. আনন্দের খ. বিমূর্ত গ. মহাকালের ঘ. একে অপরের সঙ্গী সঠিক উত্তর : গ. মহাকালের ২৯. কালের সোনার তরীতে কার স্থান হয় না? ক. কবির খ. মাঝির গ. ধানের ঘ. কিশোরের সঠিক উত্তর : ক. কবির ৩০. সোনার তরী কবিতায় ঢেউগুলো কী করে? ক. দু'ধারে ভাঙ্গে খ. বয়ে যায় গ. ঘূর্ণি তৈরি করে ঘ. প্রবাহমান সঠিক উত্তর : ক. দু'ধারে ভাঙ্গে ৩১. 'সোনার তরী' কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে? ক. পূর্বাকাশে খ. পশ্চিমাকাশে গ. আকাশজুড়ে ঘ. হিংস্র হয়ে উত্তর : গ. আকাশজুড়ে ৩২. 'সোনার তরী' কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে? ক. ৫টি খ. ৩টি গ. ২টি ঘ. ৪টি উত্তর : গ. ২টি ৩৩. 'ভরসা' শব্দটির অর্থ কী? ক. আশা খ. নিরাশা গ. বিশ্বাস ঘ. মাঝি উত্তর : ক. আশা ৩৪. কূল শব্দের অর্থ কোনটি? ক. ঢেউ খ. কিনারা গ. বংশ ঘ. স্রোত উত্তর : খ. কিনারা ৩৫. 'সোনার তরী' কবিতায় কূলে একা কে বসে আছে? ক. কৃষক খ. শ্রমিক গ. জমিদার ঘ. ভিক্ষুক উত্তর : ক. কৃষক ৩৬. সোনার ধান নিয়ে তরী কোথায় চলে যায়? ক. নদীতে খ. সাগরে গ. মোহনায় ঘ. অজানা দেশে উত্তর : ঘ. অজানা দেশে ৩৭. 'ক্ষুরধারা' বলতে কী বোঝানো হয়েছে? ক. তীব্র ভ্রম্নকুটি খ. ক্ষুর দ্বারা কোনো কিছু কাটা গ. ক্ষুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত ঘ. নদীর যে বাঁকটি ক্ষুরের মতো উত্তর : গ. ক্ষুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়