একাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ১৫ মে ২০২৩, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
সোনার তরী ৩৮. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী? ক. বীরবল খ. যাযাবর গ. জগৎশেঠ ঘ. ভানুসিংহ উত্তর : ঘ. ভানুসিংহ ৩৯. 'সোনার তরী' কবিতায় 'শূন্য নদীর তীরে' কে একা পড়ে থাকল? ক. কৃষক খ. মাঝি গ. তরী ঘ. ছোট খেত উত্তর : ক. কৃষক ৪০. কোন পঙ্‌ক্তিতে মাঝির অপরিচয়ের নির্বিকারত্ব ও নিরাসক্তি ফুটে উঠেছে? ক. ভরা পালে চলে যায় খ. কোনো দিকে নাহি চায় গ. দেখে যেন মনে হয় চিনি উহারে ঘ. গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে উত্তর : খ. কোনো দিকে নাহি চায় ৪১. সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হলো না? ক. তরীটা ছিল অত্যন্ত ছোট খ. মাঝিটি ছিল খুব নিষ্ঠুর গ. কৃষকের সোনার ধানে তরীটি ভরে গিয়েছিল ঘ. সোনার তরীতে স্থান করে নেওয়ার ব্যাপারে কৃষক উদাসীন ছিল উত্তর : গ. কৃষকের সোনার ধানে তরীটি ভরে গিয়েছিল ৪২. মানবজীবনের এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দটি ব্যবহারের মাধ্যমে? ক. ক্ষুরধারা খ. খরপরশা গ. মেঘ ঘ. কূল উত্তর : ক. ক্ষুরধারা ৪৩. কৃষক কিংবা কবির নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে? ক. আমি খ. আমি একেলা গ. খরপরা ঘ. থরে বিথরে উত্তর : খ. আমি একেলা ৪৪. কোন সময়ে ক্ষেতসমেত নদীর তীর নদীর গ্রাসে হারিয়ে যায়? ক. আষাঢ়-শ্রাবণ মাসে খ. আশ্বিন-কার্তিক মাসে গ. বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে ঘ. কার্তিক-অগ্রহায়ণ মাসে উত্তর : ক. আষাঢ়-শ্রাবণ মাসে ৪৫. 'সোনার তরী' কবিতাটির নামকরণ 'নিষ্ঠুর মহাকাল' রাখা যেত নিচের কোন যুক্তিতে? ক. চরিত্রের ভিত্তিতে খ. বিষয়ের ভিত্তিতে গ. অন্তর্নিহিত তাৎপর্যের ভিত্তিতে ঘ. দার্শনিকতার ভিত্তিতে উত্তর : ঘ. দার্শনিকতার ভিত্তিতে ৪৬. ফকির লালন শাহ অনেক পূর্বে মৃতু্যবরণ করেছেন কিন্তু তার গানগুলো যুগ যুগ ধরে আজও মানুষের কণ্ঠে ধ্বনিত হয়ে চলেছে। এ বিষয়টি তোমার পঠিত কোন কবিতাকে সমর্থন করে? ক. জীবন বন্দনা খ. তাহারেই পড়ে মনে গ. পাঞ্জেরী ঘ. সোনার তরী উত্তর : ঘ. সোনার তরী ৪৭. 'দৃষ্টি শব্দটি ব্যাকরণের কোন নিয়মে সম্পন্ন হয়েছে? ক. প্রকৃতি প্রত্যয় খ. সমাস গ. উপসর্গ ঘ. অনুসর্গ উত্তর : ক. প্রকৃতি প্রত্যয় ৪৮. মানুষের জীবন কেমন? ক. দীর্ঘস্থায়ী খ. চিরস্থায়ী গ. ক্ষণস্থায়ী ঘ. অমর উত্তর : গ. ক্ষণস্থায়ী ৪৯. 'বাঁকা জল' কীসের প্রতীক? ক. ধাবমান জলের খ. কালস্রোতের গ. কালো জলের ঘ. ভরা জলের উত্তর : খ. কালস্রোতের ৫০. 'নদী' শব্দটির প্রতিশব্দ হিসেবে কোনটি সমর্থনযোগ্য? ক. নেত্র খ. সলিল গ. সৈকত ঘ. তটিনী উত্তর : ঘ. তটিনী ৫১. ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন? ক. নিজেকে খ. মাঝিকে গ. নেতাকে ঘ. তরুণকে উত্তর : ঘ. তরুণকে ৫২. 'সোনার তরী' কবিতায় কবির সৃষ্টিকর্মকে কী হিসেবে কল্পনা করা হয়েছে? ক. ধান-সম্পদ খ. জমিজমা গ. ফসল ঘ. তরী উত্তর : গ. ফসল ৫৩. 'সোনার তরী' কবিতার সর্বশেষ স্তবকের 'শূন্য' শব্দটির প্রয়োগে কী স্পষ্ট হয়ে ওঠে? ক. এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত খ. এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত গ. এটি সুনির্দিষ্ট ছন্দহীন কবিতা ঘ. এটি একটি গভীর চতুর্দশপদী কবিতা উত্তর : খ. এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত ৫৪. 'সোনার তরী'র মাঝি অতৃপ্তির বেদনা নিয়ে কীসের জন্য অপেক্ষা করতে থাকে? ক. আবার মাঝি আসবে বলে খ. মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য গ. মহাকাল তাকে একদিন গ্রহণ করবে বলে ঘ. বৃষ্টি আসলে আবার সোনার ফসল ফলাবে বলে উত্তর : খ. মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য ৫৫. 'সোনার তরী' কবিতায় 'সোনার ধান' আসলে কী? ক. সোনার তরী খ. মানুষের সৃষ্টিকর্ম গ. মূল্যবান সম্পদ ঘ. মহাকালের প্রতীক উত্তর : খ. মানুষের সৃষ্টিকর্ম