জানার আছে অনেক কিছু

প্রকাশ | ৩১ মে ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
আইজ্যাক নিউটন

লব্ধ রাশি- বল, ত্বরণ, কাজ, তাপ, বেগ প্রভৃতি। ভেক্টর রাশি- সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, মন্দন, ভেদাঙ্ক ইত্যাদি। স্কেলার রশ্মি- দৈর্ঘ্য, বেগ, দ্রম্নতি, কাজ, তড়িৎ বিভব, সময়, তাপমাত্রা ইত্যাদি। পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি হলো- এসআই। ভর হচ্ছে পদার্থের - জড়তার পরিমাণ। এই মহাবিশ্বে পরম স্থিতিশীল এবং পরম গতিশীল বলে কিছু নেই। নিউটনের গতি সূত্র- তিনটি। নিউটনের বিখ্যাত বই- 'ন্যাচারেল ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা।' বিদু্যৎশক্তির হিসাব করা হয়- কিলোওয়াট/ ঘণ্টা। ১ অশ্বশক্তি - ৭৪৬ ওয়াট বা ৫৫০ ফুট পাউন্ডাল শক্তি। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বল হলো- মহাকর্ষ বল। পৃথিবী ও বিশ্বের যে কোনো বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বল হলো- অভিকর্ষ বল। বাংলাদেশের বিষয়াবলি প্রশ্ন : বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর :পঞ্চম তফসিল। প্রশ্ন : রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? উত্তর :৪টি। প্রশ্ন :বাংলাদেশের সংবিধান দিবস কবে? উত্তর : ৪ নভেম্বর। প্রশ্ন :বাংলাদেশে এ পর্যন্ত জনশুমারি হয়েছে ্ত উত্তর : ৬ বার প্রশ্ন : ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠিত হয় ্ত উত্তর : ১৯৯২ সালে। প্রশ্ন : 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ্ত উত্তর : নিউইয়র্কে। প্রশ্ন : বাংলাদেশের একমাত্র দ্বি-বার্ষিক পরিকল্পনার মেয়াদ- উত্তর : ১৯৭৮-৮০। প্রশ্ন : ফরাসি বিপস্নব সংঘটিত হয় কত সালে? উত্তর : ১৭৮৯।