হাবিপ্রবির শিক্ষাথীের্দর সাজির্ক্যাল যন্ত্রপাতি প্রদান

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি অ্যান্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের ১২তম ব্যাচের শিক্ষাথীের্দর মাঝে বিভিন্ন ধরনের সাজিের্কল যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীর্রা এক্সটানির্শপ প্রোগ্রাম সম্পন্ন করার জন্য ভারতের পুডুচেরির রাজীব গান্ধী ইনস্টিটিউট অব ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসাচের্ যাবে। ৯ ফেব্রæয়ারি ডিভিএম অনুষদের কনফারেন্স রুমে শিক্ষাথীের্দর স্ট্যাথোস্কোপ, অস্ত্রোপচার ফলক, টিট সিফোন, সুই (ট্রাম্যাটিক এবং এট্রুম্যাটিক), গেজ, পোভিডোন আইডিনাইন (এন্টিসেপটিক্স), হ্যাকিসোল, কঁাচি, ফোসর্, স্টাইট আরটিরি ফোসর্, কাভর্ অ্যাটির্ ফোসর্, নাডেল হোল্ডার, থামোির্মটার, তুলা, হ্যান্ড হিল, ট্রোকার এবং ক্যানুলা, জিপিপি সুইসহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ডা মো ফজলুল হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ প্রফেসর ড. মু. আবুল কাসেম।