৯ম শ্রেণির বাংলা ১ম পত্র

প্রকাশ | ০১ জুন ২০২৩, ০০:০০

মোচ্ছা. রুবিনা খাতুন, সহকারী শিক্ষক, দখিনা রূপকারী উচ্চ বিদ্যালয় বাগাইছড়ি, রাঙামাটি
স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো ৯৪. 'কবির বিরুদ্ধে কবি, মার্চের বিরুদ্ধে মার্চ' এগুলো হচ্ছে- ক) ইতিহাস বিকৃতি খ) যথার্থ উদ্যোগ গ) প্রতিবাদী কর্মকান্ড ঘ) রাজনৈতিক সিদ্ধান্ত উত্তর : ক) ইতিহাস বিকৃতি ৯৫. যেখান থেকে স্বাধীনতা শব্দটি ঘোষিত হয়েছিল সেখানে এখন কী আছে? ক) জাদুঘর খ) শিখা চিরন্তন গ) শিশু পার্ক ঘ) শহীদ মিনার উত্তর :গ) শিশু পার্ক ৯৬. নির্মলেন্দু গুণ মাধ্যমিক পাস করেন- ক) বারহাট্টার সিকেপি ইনস্টিটিউট থেকে খ) নেত্রকোনা জিলা স্কুল থেকে গ) নদীয়ার আরপি ইনস্টিটিউট থেকে ঘ) ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল থেকে উত্তর : ক) বারহাট্টার সিকেপি ইনস্টিটিউট থেকে ৯৭. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো'- কবিতাটি নির্মলেন্দু গুণের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ক) বাংলার মাটি বাংলার জল খ) চাষাভুষার কাব্য গ) পঞ্চাশ সহস্র বর্ষ ঘ) প্রেমাংশুর রক্ত চাই উত্তর : খ) চাষাভুষার কাব্য ৯৮. 'সেই বিকেলটি ছিল কবির দৃষ্টিতে বাংলার মানুষের জন্য এক শ্রেষ্ঠ বিকেল।' কারণ- র. এ বিকেলেই স্বাধীনতা যুদ্ধের ডাক এসেছে রর. এ বিকেলেই 'রাজনীতির কবি' শ্রেষ্ঠ কবিতা শোনান ররর. এ বিকেলেই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ৯৯. 'আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে'- চরণে উলিস্নখিত পাতা কুড়ানিরা সমাজ বাস্তবতায় এখন কী নামে পরিচিত? ক) টোকাই নামে খ) ছিন্নমুকুল নামে গ) পথশিশু নামে ঘ) অনাথ শিশু নামে উত্তর : ক) টোকাই নামে ১০০. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় সাধারণ মানুষের প্রতীক্ষা কার জন্য? ক) কবির খ) নায়কের গ) শিল্পীর ঘ) গায়কের উত্তর : ক) কবির ১০১. 'প্রেমাংশুর রক্ত চাই' গ্রন্থটির রচয়িতা কে? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) কাজী নজরুল ইসলাম গ) রফিক আজাদ ঘ) নির্মলেন্দু গুণ উত্তর : ঘ) নির্মলেন্দু গুণ ১০২. নির্মলেন্দু গুণ কোন জেলায় জন্মগ্রহণ করেন? ক) ঢাকা খ) নেত্রকোনা গ) টাঙ্গাইল ঘ) নোয়াখালী উত্তর : খ) নেত্রকোনা ১০৩. কবি কাদের কথা ভেবে শ্রেষ্ঠ বিকেলের গল্প লিখে যাচ্ছেন? ক) ছাত্রদের খ) মুক্তিযোদ্ধাদের গ) বৃদ্ধদের ঘ) শিশুদের উত্তর : ঘ) শিশুদের উদ্ধৃত অংশটুকু পড়ে এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও : 'ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রম্নর মোকাবিলা করতে হবে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।' ১০৪. ৭ মার্চের ভাষণের উলেস্নখযোগ্য একটি স্স্নোগান- র. রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো রর. চলো সবাই যুদ্ধে নেমে পড়ি ররর. আমি বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করছি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর উত্তর: ক) র ১০৫. উদ্দীপকের স্স্নোগানটি কেন সাধারণ মানুষের মনে প্রেরণা জাগিয়েছিল? ক) কারণ, বঙ্গবন্ধুর এই স্স্নোগানে তারা যুদ্ধে যাওয়ার সাহস পাচ্ছিল না খ) কারণ, বঙ্গবন্ধু নির্ভীক হয়ে যুদ্ধ করার সাহস দিয়েছিলেন গ) যুদ্ধে জয়ী হবেই, কোনো চিন্তা নেই এই ভাব উক্ত স্স্নোগানে প্রকাশ পেয়েছে বলে ঘ) যুদ্ধ ছাড়া কোনো গতি নেই উত্তর :গ) যুদ্ধে জয়ী হবেই, কোনো চিন্তা নেই এই ভাব উক্ত স্স্নোগানে প্রকাশ পেয়েছে বলে 'জীবন-সঙ্গীত' ১. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কীসের সাথে তুলনা করেছেন? ক. নদীর জল খ. পুকুরের জল গ. শৈবালের নীর ঘ. ফটিক জল উত্তর : গ. শৈবালের নীর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়