জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞান

পৃথিবীর আকৃতি কেমন?

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। অধ্যায় : ৭ জ্ঞানমূলক প্রশ্নোত্তর ৪২। পৃথিবীর আকৃতি কেমন? উত্তর : সম্পূণর্ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা ৪৩। ভ‚-পৃষ্ঠের সবর্ত্র অভিকষর্জ ত্বরণের মান কী রকম? উত্তর : সমান নয় ৪৪। কোথায় অভিকষর্জ ত্বরণের মান সবচেয়ে বেশি? উত্তর : মেরু অঞ্চলে ৪৫। মেরু অঞ্চলে অভিকষর্জ ত্বরণের মান বেশি কেন? উত্তর : মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসাধর্ সবচেয়ে কম বলে ৪৬। মেরু অঞ্চলে অভিকষর্জ ত্বরণের মান কত? উত্তর : ৯.৮৩২ মিটার/ সেকেন্ড ২ ৪৭। কোন অঞ্চলে অভিকষর্জ ত্বরণের মান সবচেয়ে কম? উত্তর : বিষুব অঞ্চলে ৪৮। বিষুব অঞ্চলে অভিকষর্জ ত্বরণের মান কম কেন? উত্তর : মেরু অঞ্চল থেকে বিষুব অঞ্চলের দিকে পৃথিবীর ব্যাসাধের্র মান বেশি বলে ৪৯। বিষুব অঞ্চলে অভিকষর্জ ত্বরণের মান কত? উত্তর : ৯.৭৮ মিটার / সেকেন্ড ২ ৫০। ক্রান্তীয় অঞ্চলে অভিকষর্জ ত্বরণের মান কত? উত্তর : ৯.৮০৬৬৫ মিটার / সেকেন্ড ২ ৫১। হিসাবের সুবিধার জন্য অভিকষর্জ ত্বরণের আদশর্ মান কত ধরা হয়? উত্তর : ৯.৮ মিটার / সেকেন্ড ২ বা ৯.৮১ মিটার / সেকেন্ড ২। ৫২। ভ‚-পৃষ্ঠে অভিকষর্জ ত্বরণের মান কত? উত্তর : ৯.৮ মিটার / সেকেন্ড ২ বা ৯.৮১ মিটার / সেকেন্ড ২ ৫৩। কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে কোন বলের প্রভাবে ভ‚মিতে পেঁৗছায়? উত্তর : অভিকষর্ বলের প্রভাবে ৫৪। বস্তুর উপর ক্রিয়াশীল অভিকষর্জ ত্বরণ কিসের ওপর নিভর্র করে না? উত্তর : বস্তুর ভরের ওপর ৫৫। ভ‚-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কী পরিমাণ বৃদ্ধি পায়? উত্তর : ৯.৮১ মিটার / সেকেন্ড ২ ৫৬। ১ কেজি ভরের কোনো বস্তুর ওপর অভিকষর্জ ত্বরণের মান ৯.৮১ মিটার / সেকেন্ড ২ হলে ২ কেজি ভরের বস্তুর ওপর ক্রিয়াশীল অভিকষর্জ ত্বরণের মান কত হবে? উত্তর : ৯.৮১ মিটার / সেকেন্ড ২ ৫৭। ৫ কেজি ভরের কোনো বস্তুর ওপর অভিকষর্জ ত্বরণের মান ৯.৮১ মিটার/ সেকেন্ড২ হলে ১০ কেজি ভরের বস্তুর ওপর ক্রিয়াশীল অভিকষর্জ ত্বরণের মান কত হবে? উত্তর : ৯.৮১ মিটার / সেকেন্ড ২ ৫৮। পৃথিবীর ব্যাসাধর্ কোন অঞ্চলে সবচেয়ে কম? উত্তর : মেরু অঞ্চলে ৫৯। পৃথিবীর ব্যাসাধর্ কোন অঞ্চলে সবচেয়ে বেশি? উত্তর : বিষুব অঞ্চলে ৬০। কিসের প্রভাবে পৃথিবী সূযের্র চারদিকে ঘোরে? উত্তর : মহাকষর্ বলের প্রভাবে ৬১। পৃথিবী এবং মানুষের মধ্যে ক্রিয়াশীল বলের নাম কী? উত্তর : অভিকষর্