বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি বাংলা

প্রিয় শিক্ষাথীর্, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি।

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
৫৪. ‘বরফগলা নদী’ উপন্যাসটির রচয়িতা কে? (ক) আবু ইসহাক (খ) শওকত ওসমান (গ) জহির রায়হান (ঘ) শহীদুল্লাহ কায়সার উত্তর : (গ) জহির রায়হান ৫৫. ‘হাজার বছর ধরে’ উপন্যাস কার লেখা? (ক) শওকত ওসমান (খ) সৈয়দ ওয়ালীউল্লাহ (গ) জহির রায়হান (ঘ) শহীদুল্লাহ কায়সার উত্তর : (গ) জহির রায়হান ৫৬ . জহির রায়হানের ছোটগল্প কোনটি? (ক) পানকৌড়ির রক্ত (খ) লেলিহান সূযর্ (গ) নামহীন গোত্রহীন (ঘ) সূযর্গ্রহণ উত্তর : (ঘ) সূযর্গ্রহণ ৫৭. ‘সূযর্ দীঘল বাড়ী’ উপন্যাসটি লিখেছেন - (ক) আনিস চৌধুরী (খ) আবু ইসহাক (গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) মীর মশাররফ হোসেন উত্তর : (খ) আবু ইসহাক ৫৮. ‘জয়গুন’ - কোন উপন্যাসের চরিত্র? (ক) জননী (খ) সূযর্দীঘল বাড়ি (গ) সারেং বৌ (ঘ) হাজার বছর ধরে উত্তর : (খ) সূযর্দীঘল বাড়ি ৫৯. ‘সূযর্দীঘল বাড়ি’ কোন প্রকারের গ্রন্থ? (ক) রম্য নাটক (খ) সামাজিক উপন্যাস (গ) জীবন কাহিনী (ঘ) লোকসাহিত্য উত্তর : (খ) সামাজিক উপন্যাস ৬০. ‘সূযর্দীঘল বাড়ি’ গ্রন্থটির রচয়িতা কে? (ক) আলাউদ্দিন আল আজাদ (খ) আবু ইসহাক (গ) শাহেদ আলী (ঘ) শওকত আলী উত্তর : (খ) আবু ইসহাক ৬১. ‘জেঁাক’ গল্পের রচয়িতাÑ (ক) শাহেদ আলী (খ) শওকত ওসমান (গ) আবু ইসহাক (ঘ) আল মাহমুদ উত্তর : (গ) আবু ইসহাক ৬২. ‘চাচা কাহিনী’র লেখক কে? (ক) সৈয়দ মুজতবা আলী (খ) দিলারা হাশেম (গ) আবু জাফর শামসুদ্দিন (ঘ) সরদার জয়েনউদ্দিন উত্তর : (ক) সৈয়দ মুজতবা আলী ৬৩. ‘দেশে বিদেশে’ বইটির লেখক কে? (ক) মুনীর চৌধুরী (খ) সৈয়দ মুজতবা আলী (গ) সৈয়দ শামসুল হক (ঘ) কবি আবদুল কাদের উত্তর : (খ) সৈয়দ মুজতবা আলী ৬৪. ‘পঞ্চতন্ত্র’, ‘ময়ূরকণ্ঠী’ - গ্রন্থদ্বয়ের লেখক কে? (ক) সৈয়দ আলী আহসান (খ) সৈয়দ ওয়ালীউল্লাহ (গ) সৈয়দ মুজতবা আলী (ঘ) সৈয়দ আলী আশরাফ উত্তর : (গ) সৈয়দ মুজতবা আলী