জানার আছে অনকে কছিু

যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি Ñরবীন্দ্রনাথ ঠাকুর

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : ডোরিস লেসিং কোন দেশের সাহিত্যিক? উত্তর : ব্রিটেনের। প্রশ্ন : শাখারভ কী? উত্তর : ইউরোপীয় পালাের্মন্ট প্রদত্ত মানবাধিকারবিষয়ক পুরস্কার। প্রশ্ন : বিশ্বের প্রথম রাসায়নিক অস্ত্র ধ্বংসকারী দেশ কোনটি? উত্তর : আলবেনিয়া। প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাফার স্টেট কোনটি? উত্তর : বেলজিয়াম। প্রশ্ন : প্রমথ বিশ্বযুদ্ধের সময় জামাির্ন যুক্তরাষ্ট্রের কোন জাহাজটি ডুবিয়ে দেয়? উত্তর : লুসিতানিয়া। প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর : যোশেফ স্ট্যালিন। প্রশ্ন : পুলিৎজার পুরস্কার প্রদান করা হয় কোন দেশ থেকে? উত্তর : যুক্তরাষ্ট্র। প্রশ্ন : উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ী কে? উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন : অস্কার পুরস্কার প্রদান করা হয় কত সাল থেকে? উত্তর : ১৯২৯ সাল।