বাকৃবির অ্যালামনাইদের রেজিস্ট্রেশন শেষ আজ

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গৌরবের ৫৭ বছর উদযাপন উপলক্ষে অ্যালামনাইদের রেজিস্ট্রেশনের সময় আজ শেষ হচ্ছে। বাকৃবির ৫৭ বছর উদযাপন এবং হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। অনুষ্ঠানের তথ্য ও প্রচার উপ-কমিটির আহŸায়ক প্রফেসর ড. মো. আখতার হোসেন চৌধুরী ও সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ আল-মামুন এ তথ্য জানিয়েছেন। ৫৭ বছর উদযাপন অনুষ্ঠানটি ২২ জুলাই অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে (নধঁধধ.ড়ৎম.নফ) গিয়ে সাবেক শিক্ষাথীর্রা রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানা যায়। এ ছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসাচর্ সিস্টেম (বাউরেস) অফিস, কৃষিবিদ ইনস্টিটিউশন, প্রতি অনুষদের শিক্ষক প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড়স্থ বিপুল ফটোস্ট্যাট থেকেও ফরম নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন সাবেক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা। অনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতি ও ফিসহ যাবতীয় তথ্য দেয়া আছে।