এসএসসি পরীক্ষার প্রস্তুতি পদাথির্বজ্ঞান

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
হৃৎপিÐ একটি স্বয়ংক্রিয় পাম্প যন্ত্র
প্রিয় পরীক্ষাথীর্, আজ তোমাদের জন্য পদাথির্বজ্ঞান থেকে সৃজনশীল অংশের মডেল টেস্ট দেয়া হলো মডেল টেস্ট সৃজনশীল সময়-২ ঘণ্টা ৩০ মিনিট পূণর্মান-৫০ যে কোনো ৫টি : ১। স্টেশনে প্রবেশের সময় সমমন্দনে গতিশীল একটি ট্রেন প্লাটফমের্ দঁাড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করছে। তাকে অতিক্রম করতে প্রথম বগির ১ং ও দ্বিতীয় বগির ২ং সময় লাগে। ক. তাৎক্ষণিক দ্রæতির সংজ্ঞা দাও। খ. কোন বস্তুর ত্বরণ ৫ সং-২ উত্তর দিকে বলতে কী বোঝ? গ. প্রতিটি বগির দৈঘ্যর্ ১০ স হলে ট্রেনটির মন্দন নিণর্য় কর। ঘ. প্রতিটি বগির দৈঘর্্য যদি আরও ৫ স বেশি হতো তবে ওই একই মন্দনে চলে ট্রেনটির তৃতীয় বগি ওই ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় নেবে তা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখাও। ২। ৬ পস ব্যাসবিশিষ্ট একটি চোঙ্গাকার পাত্রে ১৭০ম পানি আছে। ক. বায়ুমÐলীয় চাপ কী? খ. টরিসেলির শূন্যস্থান কি প্রকৃতপক্ষে শূন্য? কেন? গ. পাত্রে রাখা পানির উচ্চতা কত? ঘ. ৩০ পস৩ আয়তনের কোন বস্তু পানিতে সম্পূণর্ ডুবে থাকলে পানির উচ্চতা কত বৃদ্ধি পাবে? ব্যাখ্যাসহ লিখ। ৩। রফিক ও শফিক দুই বন্ধু। রফিক পেটেব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলে তিনি এক্স-রে করতে বললেন। এতে সঠিকভাবে রোগ নিণর্য় করতে না পারায় তিনি আবার রফিককে ঈঞ ঝপধহ করার পরামশর্ দেন। এ খবর শুনে শফিক বলল, তার একবার শারীরিক সমস্যায় একটি পরীক্ষা করানো হয়েছিল। যা ছিল ব্যথাহীন ও নিরাপদ রোগ নিণর্য় পদ্ধতি। ক. উদ্ভিদ শারীরতত্ত¡ নিয়ে গবেষণার জন্য স্যার জগদীশ চন্দ্র বসু কী প্রতিষ্ঠা করেন? খ. ‘হৃৎপিÐ একটি স্বয়ংক্রিয় পাম্প যন্ত্র’- ব্যাখ্যা কর। গ. রফিককে ডাক্তার শেষে যা করার পরামশর্ দিয়েছিলেন তা কীভাবে কাজ করে? বণর্না কর। ঘ. শফিকের রোগ নিণের্য় গৃহীত পদ্ধতির উপযোগিতা বিশ্লেষণ কর। ৪. একটি গাড়ি স্থির অবস্থান থেকে ৪সং-২ সুসম ত্বরণে ৬ সেকেন্ড চলার পর সমবেগে চলতে শুরু করল। প্রথম গাড়ির যাত্রা শুরুর ঠিক ১০ সেকেন্ড পর ওই একই স্থান থেকে অন্য একটি গাড়ি ওই একই ত্বরণে একই দিকে চলতে শুরু করল। ক. স্ক্রুর পিচ কাকে বলে? খ. ‘কোন বস্তুর বেগ ছাড়া ত্বরণ থাকা সম্ভব’ ব্যাখ্যা কর। গ. ৭ সেকেন্ডে প্রথম গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? ঘ. যাত্রাকালে গাড়ি দুটি একবারের বেশি মিলিত হতে পারবে কিনা? গাণিতিক যুক্তিসহকারে ব্যাখ্যা কর। ৫. ২০ম ভরের একখÐ শুকনো কাঠকে ৭০ম ভরের একটি ধাতব পদাথের্র সঙ্গে বেঁধে ০.৯৭০ম/পস৩ ঘনত্বের একটি তরলের মধ্যে ছেড়ে দেয়া হলো। শুকনো কাঠের এবং ধাতব পদাথের্র ঘনত্ব যথাক্রমে ০.২৭ম/পস৩ এবং ১০.৭ম/পস৩। ক. ওঈ কী? খ. এনজিওগ্রাফিতে ডাই ব্যবহার করা হয় কেন? গ. শুধু ওই শুকনো কাঠকে ওই তরলে ছেড়ে দিলে কতটুকু ওই তরলে নিমজ্জিত থাকবে? ঘ. শুকনো কাঠ বঁাধা অবস্থায় ধাতব পদাথির্ট ওই তরলে ভাসবে, না ডুববেÑ গাণিতিকভাবে বিশ্লেষণ কর। ৬. অমিত একটি গাড়ি চালিয়ে প্রথম দুই সেকেন্ডে ৩০স এবং পরবতীর্ চার সেকেন্ডে ১৫০স অতিক্রম করে। হঠাৎ অমিত গাড়িটির অক্সিলেটর চেপে ধরলে ত্বরণ অপরিবতির্ত থেকে পরবতীর্ এক সেকেন্ডে কিছু পথ অতিক্রম করে। ক. তাৎক্ষণিক বেগ কী? খ. একটি গতিশীল টেনিস বল থামানোর চেয়ে একটি গতিশীল ক্রিকেট বলকে থামানো কঠিন কেন? গ. গাড়িটির ত্বরণ কত? ঘ. অক্সিলেটর চেপে ধরে ত্বরণ অপরিবতির্ত রাখলে পরবতীর্ এক সেকেন্ডে গাড়িটি কত পথ অতিক্রম করবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর। ৭. একটি বোমারু বিমান ১ শস উঁচু থেকে ০.৫০ শম ভরের একটি বোমা ফেলে দিল। বোমাটি ভ‚মি স্পশর্ করে বিস্ফোরিত হলো। ক. ক্ষমতা কী? খ. দ্রæতি ও বেগের মাত্রা একই হলেও তারা একই রাশি নয় কেনÑ ব্যাখ্যা কর। গ. ভ‚মি স্পশর্ করার আগমুহ‚তের্ এর গতিশক্তি কত? ঘ. বোমাটি পড়ার সময় শক্তির নিত্যতার সূত্রকে সমথর্ন করে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ কর। ৮. দুটি সুরশলাকার কম্পাঙ্কের পাথর্ক্য পাওয়া যায় ২১৮ ঐু এবং শালাকা দুটি যে তরঙ্গ উৎপন্ন করে তাদের একটি দুটি পূণর্ তরঙ্গ দৈঘর্্য অন্যটির তিনটি পূণর্ তরঙ্গ দৈঘের্্যর সমান। ক. শব্দের তীক্ষèতা কী? খ. আড় তরঙ্গ এবং অনুদৈঘর্্য তরঙ্গের মধ্যে দুটি পাথর্ক্য লেখ। গ. শলাকাদ্বয়ের কম্পাঙ্ক নিণর্য় কর। ঘ. সুরশলাকা থেকে নিঃসৃত শব্দতরঙ্গের বেগ, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈঘের্্যর মধ্যে সম্পকর্ বিশ্লেষণ কর।