৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো অধ্যায়: ১ বহুনিবার্চনি প্রশ্নোত্তর ৪৭। কম্পিউটারে কোনো কাজ করতে হলে ডাটাকে কোথায় রাখতে হয়? ক. ইনপুট যন্ত্রে খ. আউটপুট যন্ত্রে গ. মেমরিতে ঘ. টেবিলে সঠিক উত্তর : গ. মেমরিতে ৪৮। তুমি ঘরে বসে দেশ-বিদেশের নানা আলোচনা ও খবর শোনাসহ বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে চাও। এ অবস্থায় কোন ডিভাইসটি কিনলে সবোর্চ্চ সুবিধা পাবে? ক. মোবাইল ফোন খ. কম্পিউটার গ. রেডিও ঘ. টেলিভিশন সঠিক উত্তর : ঘ. টেলিভিশন ৪৯। তুমি পরীক্ষার ফল জানানোর জন্য বাবার কাছে একটি চিঠি কম্পিউটারে টাইপ করতে চাও। এ ক্ষেত্রে কম্পিউটারের কোন ডিভাইসটি প্রথম ব্যবহার করবে? ক. মাউস খ . কিবোডর্ গ . প্রিন্টার ঘ . স্ক্যানার সঠিক উত্তর : খ . কিবোডর্ ৫০। কম্পিউটার ফল দিতে পারে কোন উপায়ে? ক. গাণিতিকভাবে খ. যৌক্তিকভাবে গ. ডিজিটালভাবে ঘ. গাণিতিক ও যৌক্তিকভাবে সঠিক উত্তর : ঘ. গাণিতিক ও যৌক্তিকভাবে ৫১। কম্পিউটার একটি ডিজিটাল প্রযুক্তি। নিচের কোনটি কম্পিউটার দ্বারা প্রক্রিয়াকরণ করা হয়? ক. তথ্য খ. শব্দ গ. লেখা ঘ . চিত্র সঠিক উত্তর : ক. তথ্য