জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১০ জুন ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
দিয়াগো ম্যারাডোনা
প্রশ্ন : সবচেয়ে বেশি গোল- উত্তর : রোনালদোর (ব্রাজিল) ১৫টি। প্রশ্ন : এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল- উত্তর : জঁ্যা ফন্টেইন ১৩টি। প্রশ্ন : সর্বকনিষ্ঠ গোলদাতা- উত্তর : পেলে (ব্রাজিল ১৭ বছর ২৩৯ দিন)। প্রশ্ন : সর্বকনিষ্ঠ হ্যাটট্রিক- উত্তর : পেলে (১৭ বছর ২৪৯ দিন, ১৯৫৮ সালে ব্রাজিল-সুইডেন খেলায়)। প্রশ্ন : সবচেয়ে বেশি বয়সি গোলদাতা- উত্তর : রজার মিলা (৪২ বছর ৩৯ দিন)। প্রশ্ন : সবচেয়ে দ্রম্নততম গোল - উত্তর : ১১ সেকেন্ডে হাকান সুকুর (তুরস্ক)। প্রশ্ন : সবচেয়ে বেশি গোলের ম্যাচ- উত্তর : আর্জেন্টিনা-সুইজারল্যান্ড (৭-৫), ১৯৫৪। প্রশ্ন : সবচেয়ে বেশি ম্যাচ খেলা অধিনায়ক- উত্তর : দিয়াগো ম্যারাডোনা ১৬ ম্যাচ। প্রশ্ন : খেলোয়াড় ও কোচ হিসেবে টুর্নামেন্ট জয়- উত্তর : মারিয়ো জাগালো ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। প্রশ্ন : বেঞ্চে থেকেও লাল কার্ড দেখা খেলোয়াড়- উত্তর : ক্লদিও ক্যানিজিয়া (আর্জেন্টিনা) ২০০২ সালে। প্রশ্ন : ক্রিকেট খেলার জন্ম- উত্তর : ইংল্যান্ডে। প্রশ্ন : পিচ হচ্ছে- উত্তর : ক্রিকেট খেলার মাঠের মাঝখানে ২২ গজ লম্বা ও ৮ ফুট ৮ ইঞ্চি চওড়া স্থান। প্রশ্ন : ক্রিকেট খেলার মাঠ- উত্তর : ডিম্বাকৃতির। প্রশ্ন : ক্রিকেট খেলায় প্রত্যেক দলে খেলোয়াড় থাকে- উত্তর : ১১ জন। প্রশ্ন : ক্রিকেট স্ট্যাম্পের দৈর্ঘ্য মাটি থেকে- উত্তর : ২৭ ইঞ্চি। প্রশ্ন : ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য ও প্রস্থ হবে সর্বাধিক- উত্তর : ব্যাটের দৈর্ঘ্য হবে সর্বাধিক ৩৮ ইঞ্চি এবং প্রস্থ হবে ৪.৫ ইঞ্চি। শিক্ষা জগৎ ডেস্ক য়