নোবিপ্রবির ‘ছায়া জাতিসংঘ সম্মেলন’ ২১-২৪ মাচর্

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘ছায়া জাতিসংঘ সংস্থার’ অধীনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ছায়া জাতিসংঘ সম্মেলন’। আগামী ২১-২৪ মাচর্ চার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সমগ্র দেশ থেকে আগত প্রতিনিধিদের কোলাহলে মুখরিত হতে যাচ্ছে নোবিপ্রবি ক্যাম্পাস প্রাঙ্গণ। ছায়া জাতিসংঘ একটি সহশিক্ষা কাযর্ক্রম যাতে শিক্ষাথীর্রা জাতিসংঘ এবং জাতিসংঘের আদলে সাজানো কমিটিগুলোতে বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে থাকেন। জাতিসংঘের আদলে ছায়া সম্মেলনে বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। আর কিভাবে সমস্যাগুলোর সমাধান সম্ভব সে বিষয়টি স¤পকের্ও জানা যায় এই সম্মেলন থেকে। শিক্ষাথীর্রা এর মাধ্যমে ক‚টনীতি, আন্তজাির্তক রাজনৈতিক অঙ্গন, জাতিসংঘ ইত্যাদি বিষয়ে ধারণা লাভ করে থাকে। তা ছাড়া এর মাধ্যমে আত্মোন্নয়নমূলক বিভিন্ন গুণাবলি যেমন, গঠনমূলক চিন্তাধারা, সৃজনশীলতা, নেতৃত্ব, সংকটপূণর্ মুহূতের্ সিদ্ধান্তগ্রহণ, সাবলীল বাচনভঙ্গি, দলগতভাবে কাজ করা, সুস্থ বিতকর্ চচার্ ইত্যাদি বিষয়ে দক্ষতা অজর্ন করে থাকে।