বেরোবিতে বইমেলার উদ্বোধন

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। রণন-গুনগুনের আয়োজনে তৃতীয় বইমেলার উদ্বোধন হয়েছে ১২ ফেব্রæয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন মাঠে। বইমেলার উদ্বোধন করেন তিন প্রজন্মের তিন গুণীজন। প্রবীণ রাজনীতিবিদ, ভাষাসৈনিক ও রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আফজাল, কথাসাহিত্যিক মাসুদুল হক এবং কথাসাহিত্যিক আশান উজ জামান। রণন সভাপতি ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য দেনÑ বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। গুনগুন সভাপতি ও অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুক অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন।