বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১৩ ফেব্রæয়ারি কেক কেটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের ৫ম প্রতিষ্ঠাবাষির্কীর দিনব্যাপী আয়োজনের উদ্বোধনে করেন উপাচাযর্ প্রফেসর ড. এস এম ইমামুল হক। দিবসটি উপলক্ষে লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে এক বণার্ঢ্য র‌্যালি শেষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীতর্নখোলা অডিটোরিয়ামে দিবসটির তাৎপযর্ তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি তাসনুভা হাবিব জিসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ প্রফেসর ড. এস এম ইমামুল হক। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। অনুষ্ঠান শেষে উপাচাযর্ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের গেস্টরুম নিমার্ণ কাযর্ক্রমের উদ্বোধন করেন। এসময় বঙ্গবন্ধু হলের প্রভোস্ট সিএসই বিভাগের চেয়ারম্যান রাহাত হোসাইন ফয়সাল, টিএসসির পরিচালক ড. খোরশেদ আলম, নিবার্হী প্রকৌশলী মুরশীদ আবেদীনসহ হল প্রশাসনের ঊধ্বর্তনরা উপস্থিত ছিলেন। এদিকে দুপুরে উপাচাযের্র কক্ষে ‘বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সাভিের্সস ট্রাস্ট (বøাস্ট)’ এবং ‘বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ’-এর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বøাস্ট ও আইন বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঊধ্বর্তনরা উপস্থিত ছিলেন।