জলবায়ু ও দুর্ভোগ
প্রশ্ন : আবহাওয়া কী? প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যাচ্ছে কেন? চারটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখ।
উত্তর : কোনো স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। চারটি প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে-
(র) বন্যা (রর) খরা (ররর) ভূমিকম্প (রা) নদীভাঙন।
প্রশ্ন : জলবায়ু কী? জলবায়ু পরিবর্তন হচ্ছে কেন? জলবায়ু পরিবর্তনের চারটি মানবসৃষ্ট কারণ লেখ।
উত্তর : জলবায়ু হচ্ছে কোন স্থানের ৩০-৪০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়। মানবসৃষ্ট বিভিন্ন দূষণ এবং বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের চারটি মানবসৃষ্ট কারণ হলো-
১. শিল্প-কারখানা ও যানবাহনের ধোঁয়া।
২. নদী থেকে বালু উত্তোলন।
৩. অধিক হারে উঁচু ভবন নির্মাণ।
৪. অবাধে পাহাড় ও গাছপালা কাটা।
প্রশ্ন : জলবায়ু পরিবর্তনের ছয়টি প্রভাব লেখ।
উত্তর : জলবায়ু পরিবর্তনের ছয়টি প্রভাব হলো-
১. গড় তাপমাত্রা বৃদ্ধি।
২. অতিবৃষ্টি বা অনাবৃষ্টি।
৩. গাছপালা ও বিভিন্ন প্রাণীর ধ্বংস।
৪. ঘূর্ণিঝড়ের প্রকোপ সৃষ্টি।
৫. প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট এবং
৬. মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমি বিনষ্ট হওয়া।
প্রশ্ন : দুর্যোগ কী? দুর্যোগের পূর্বাভাস জানা প্রয়োজন কেন?
উত্তর : দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট ক্ষতিকর দুর্ঘটনা। দুর্যোগের ভয়াবহতা থেকে জানমালের রক্ষার জন্য এর পূর্বাভাস জানা প্রয়োজন। দুর্যোগ পরবর্তী চারটি করণীয় হলো-
১. রেডিও-টেলিভিশনে চূড়ান্তভাবে দুর্যোগ থেমে যাওয়ার ঘোষণা শোনার পর বাড়ি ফিরতে হবে।
২. আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে।
৩. ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করতে হবে।
৪. আশ্রয়কেন্দ্র থেকে গবাদিপশু-পাখি নিয়ে আসতে হবে।
প্রশ্ন : নদীভাঙন কী? নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় কেন? নদীভাঙনের চারটি মানবসৃষ্ট কারণ লেখ।
উত্তর : নদীভাঙন হচ্ছে স্রোতের কারণে নদীর পাড় ভেঙে স্থলভাগ বিলীন হয়ে যাওয়া। মানবসৃষ্ট এবং প্রাকৃতিক কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়। নদীভাঙনের চারটি মানবসৃষ্ট কারণ হলো-
১. নদী থেকে অধিক বালি উত্তোলন।
২. নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা।
৩. অপরিকল্পিত নদীশাসন।
৪. নদীর গতিপথ পরিবর্তন করা।
প্রশ্ন :খরা কী? খরা হয় কেন? খরার চারটি ক্ষতিকর প্রভাব লেখ।
উত্তর :দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে যে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্ট হয় তাকে খরা বলে। দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া, অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্পসংখ্যক নদীর কারণে খরা হয়।
খরার চারটি ক্ষতিকর প্রভাব হচ্ছে-
১. পুকুর, নদী, খাল ও বিল শুকিয়ে যায়।
২. মাঠে ফসল ফলাতে কষ্ট হয়।
৩. গবাদিপশুর খাদ্য সংকট দেখা দেয়।
৪. খাবার পানির অভাব দেখা দেয়।
মানবাধিকার
প্রশ্ন : মানবাধিকার কী? মানবাধিকার রক্ষা করার প্রয়োজন কেন? মানবাধিকার রক্ষার চারটি উপায় লেখ।
উত্তর : সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যেসব অধিকার প্রয়োজন তাই মানবাধিকার। জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে বিশ্বের সব দেশের সব মানুষের স্বার্থ রক্ষার জন্য মানবাধিকার প্রয়োজন।
মানবাধিকার রক্ষার চারটি উপায় হলো-
১. সবাইকে মানবাধিকার বিষয়ে সচেতন হওয়া।
২. মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখলে প্রতিরোধ করা।
৩. মানবাধিকার রক্ষায় আন্দোলন করা।
৪. প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে জানানো।
প্রশ্ন : আমাদের জীবনে মানবাধিকারের প্রয়োজনীয়তা সম্পর্কে চারটি বাক্য লেখ।
উত্তর : আমাদের জীবনে মানবাধিকারের প্রয়োজনীয়তা সম্পর্কে চারটি বাক্য হলো-
১. মানবাধিকার মানুষের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে।
২. মানুষে মানুষে সম্প্রীতি তৈরি করে।
৩. সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখে।
৪. মানুষের ভালো গুণগুলোকে বিকশিত করতে সাহায্য করে।
প্রশ্ন : অটিজম কী? অটিস্টিক শিশুর সঙ্গে ভালো ব্যবহার করবে কেন? বিদ্যালয়ে অটিস্টিক বন্ধুদের সাহায্য করার চারটি উপায় লেখ।
উত্তর : অটিজম মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। অটিস্টিক শিশুর নিজের মতো ভালো থাকার অধিকার আছে। তাই অটিস্টিক শিশুর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বিদ্যালয়ে অটিস্টিক বন্ধুদের সাহায্য করার চারটি উপায়-
১. তাকে উত্তেজিত না করা।
২. তাকে লেখাপড়ায় সাহায্য করা।
৩. সে জিনিসের প্রতি আগ্রহী সেটি তাকে দেওয়া।
৪. তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা।
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়