৯ম শ্রেণির বাংলা ১ম পত্র

প্রকাশ | ১৯ জুন ২০২৩, ০০:০০

মোচ্ছা. রুবিনা খাতুন, সহকারী শিক্ষক, দখিনা রূপকারী উচ্চ বিদ্যালয় বাগাইছড়ি, রাঙামাটি
বহিপীর ১৯. 'উৎধসধ' শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? ক. উধৎসধ খ. উৎধপরহ গ. উৎরসড়হ ঘ. উৎধপড় উত্তর : খ. উৎধপরহ ২০. সংস্কৃতে নাটককে কী বলা হয়েছে? ক. শ্রব্যকাব্য খ. অশ্রব্যকাব্য গ. অদৃশ্যকাব্য ঘ. দৃশ্যকাব্য উত্তর : ঘ. দৃশ্যকাব্য ২১. 'কাব্যেষু নাটকং রম্যম্‌'- কথাটির মর্মার্থ কী? ক. রম্য কবিতাই নাটক খ. নাটক হলো কাব্যের মধ্যে শ্রেষ্ঠ গ. রম্য নাটকই কাব্য ঘ. নাটক হলো কাব্যের মধ্যে নিকৃষ্ট উত্তর : খ. নাটক হলো কাব্যের মধ্যে শ্রেষ্ঠ ২২. নাটকে সাধারণত কয়টি উপাদান থাকে? ক. দুইটি খ. আটটি গ. চারটি ঘ. পাঁচটি উত্তর : গ. চারটি ২৩. নাটকের প্রাণ কোনটি? ক. চরিত্র খ. পস্নট গ. সংলাপ ঘ. কাব্যধর্মিতা উত্তর :গ. সংলাপ ২৪. নাটকে নাট্যকারের প্রধান অবলম্বন কী? ক. সংলাপ খ. চরিত্র গ. কবিতা ঘ. পস্নট উত্তর : ক. সংলাপ ২৫. গ্রিক মনীষী অ্যারিস্টটল নাটকে কয় প্রকার ঐক্যের কথা বলেছিলেন? ক. দুই প্রকার খ. তিন প্রকার গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার উত্তর : খ. তিন প্রকার ২৬. আধুনিক মঞ্চ নাটকের ঐতিহ্য মূলত কোথাকার? ক. ইউরোপের খ. প্রাচ্যের গ. আফ্রিকার ঘ. আমেরিকার উত্তর : ক. ইউরোপের ২৭. 'ওয়েটিং ফর গডো'- কার রচিত নাটক? ক. অ্যারিস্টটল খ. সামু্যয়ের বেকেট গ. আলবেয়ার ক্যামু ঘ. সেকসপিয়ার উত্তর : খ. সামু্যয়ের বেকেট ২৮. কলকাতার মঞ্চনাটকের প্রচলন ঘটান কে? ক. হেরাসিম লেবেদেফ খ. সামু্যয়ের বেকেট গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. মাইকেল মধুসূদন দত্ত উত্তর : ক. হেরাসিম লেবেদেফ ২৯. ইংরেজি নাটক 'দ্য ডিসগাইজ'-এর বাংলায় রূপান্তরিত মঞ্চনাটক কোনটি? ক. ছদ্মবেশ খ. কাল্পনিক সংবদল গ. পর্দার আড়ালে ঘ. চেতনার ছদ্মবেশে উত্তর : খ. কাল্পনিক সংবদল ৩০. প্রথম বাংলা আধুনিক নাটক রচনার কৃতিত্ব কার? ক. রবীন্দ্রনাথ ঠাকুরের খ. মাইকেল মধুসূদন দত্তের গ. দ্বিজেন্দ্রলাল রায়ের ঘ. দীনবন্ধু মিত্রের উত্তর : খ. মাইকেল মধুসূদন দত্তের ৩১. 'শর্মিষ্ঠা' নাটকটি কত সালে রচিত হয়? ক. ১৮৫৩ খ. ১৮৫৫ গ. ১৮৫৯ ঘ. ১৮৬০ উত্তর : গ. ১৮৫৯ ৩২. 'নীল দর্পণ' কার রচিত নাটক? ক. দীনবন্ধু মিত্র খ. মাইকেল মধুসূদন দত্ত গ. দ্বিজেন্দ্রলাল রায় ঘ. অমৃতলাল বসু উত্তর : ক. দীনবন্ধু মিত্র ৩৩. ১৯০৭ সালের পূর্ব পর্যন্ত বাংলা নাটকের প্রাণকেন্দ্র কোনটি ছিল? ক. ঢাকা খ. চট্টগ্রাম গ. কলকাতা ঘ. মালদহ উত্তর : গ. কলকাতা ৩৪. 'বহিপীর' নাটকটি কত সালে প্রথম প্রকাশিত হয়? ক. ১৯৫০ সালে খ. ১৯৫৫ সালে গ. ১৯৬০ সালে ঘ. ১৯৬৫ সালে উত্তর : গ. ১৯৬০ সালে ৩৫. 'বহিপীর' নাটকের কাহিনী কাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? ক. এক পীরকে কেন্দ্র করে খ. এক জমিদারকে কেন্দ্র করে গ. এক অসহায় নারীকে কেন্দ্র করে ঘ. এক স্বাবলম্বী পুরুষকে কেন্দ্র করে উত্তর : ক. এক পীরকে কেন্দ্র করে ৩৬. বহিপীর কোন ভাষায় কথা বলেন? ক. কথ্য ভাষায় খ. বইয়ের ভাষায় গ. বৈজ্ঞানিক ভাষায় ঘ. বিদেশি ভাষায় উত্তর : খ. বইয়ের ভাষায় ৩৭. 'লালসালু' উপন্যাস ও 'বহিপীর' নাটকের সাথে মিল কিসে? ক. পীর প্রথার সমালোচনায় খ. শিক্ষার গুরুত্ব তুলে ধরায় গ. রাজনৈতিক বিচার বিশ্লেষণে ঘ. সামাজিক প্রথাবিরোধিতায় উত্তর : ক. পীর প্রথার সমালোচনায় ৩৮. 'বহিপীর' নাটকের ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে কাকে কেন্দ্র করে? ক. খোদেজা খ. হাতেম আলি গ. তাহেরা ঘ. বহিপীর উত্তর : ক. খোদেজা ৩৯. 'বহিপীর' নাটকে কেন্দ্রীয় চরিত্রের বিপরীত চরিত্র কে? ক. হাতেম আলি খ. হাশেম আলি গ. খোদেজা ঘ. তাহেরা উত্তর : খ. হাশেম আলি ৪০. নিচের কোনটি 'বহিপীর' নাটকের অপ্রধান চরিত্র? ক. হাতেম আলি খ. হাশেম আলি গ. খোদেজা ঘ. তাহেরা উত্তর : গ. খোদেজা ৪১. 'বহিপীর' নাটকে কার মাঝে বাঙালি চিরায়ত মায়ের প্রতিমূর্তি ফুটে উঠেছে? ক. খোদেজার মাঝে খ. তাহেরার মাঝে গ. তাহেরার সৎ-মায়ের মাঝে ঘ. বহিপীরের প্রথম স্ত্রীর মাঝে উত্তর : ক. খোদেজার মাঝে ৪২. 'বহিপীর' নাটকে বহিপীরের সহকারী কে? ক. হবিবুলস্নাহ খ. হকিকুলস্নাহ গ. গরিবুলস্নাহ ঘ. শফিউলস্নাহ উত্তর : খ. হকিকুলস্নাহ ৪৩. 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজচিত্রটি কোন সময়ের? ক. ষোলো ও সতেরো শতকের মধ্যবর্তী খ. সতেরো ও আঠারো শতকের মধ্যবর্তী গ. আঠারো ও উনিশ শতকের মধ্যবর্তী ঘ. উনিশ ও বিশ শতকের মধ্যবর্তী উত্তর : ঘ. উনিশ ও বিশ শতকের মধ্যবর্তী হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়