জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
পেট্রোবাংলা
প্রশ্ন : পেট্রোবাংলা প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর : ১৯৭২ সালে প্রশ্ন : বিবিয়ানা গ্যাসক্ষেত্র যে জেলায় অবস্থিতÑ উত্তর : মৌলভীবাজার প্রশ্ন : টেংরাটিলা তেলক্ষেত্র যে জেলায় অবস্থিতÑ উত্তর : সুনামগঞ্জ প্রশ্ন : সেমুতাং গ্যাসক্ষেত্র কোন জেলায় অবস্থিত? উত্তর : খাগড়াছড়ি প্রশ্ন : বাংলাদেশের কোন জেলা সবাির্ধক আসেির্নক আক্রান্ত? উত্তর : চঁাদপুর প্রশ্ন : বাংলাদেশের গভীরতম কয়লাখনির সন্ধান পাওয়া গেছে কোন জেলায়? উত্তর : নওগঁা প্রশ্ন : মহিষ গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত? উত্তর : ভোলা প্রশ্ন : সামুদ্রিক মাছ গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত? উত্তর : কক্সবাজার প্রশ্ন : বাংলাদেশে মোট রাজনৈতিক দলÑ উত্তর : ১৯৩ (নিবন্ধিত -৩৯) প্রশ্ন : জাতীয় সংসদ নিবার্চনের জন্য বরাদ্দকৃত মোট প্রতীকÑ উত্তর : ৬৮টি প্রশ্ন : নিম্ন মধ্যম আয় সম্পন্ন দেশের, মাথাপিছু আয় কত? উত্তর : ১০৪৬ ডলারের বেশি। প্রশ্ন : দেশের সবচেয়ে বড় অথৈর্নতিক অঞ্চল, মিরসরাইয়ে বাণিজ্যিক বন্দর স্থাপন করবে কোন দেশ? উত্তর : জাপান। প্রশ্ন : অটিজম সচেতনতা দিবসÑ উত্তর : ২ এপ্রিল। প্রশ্ন : দেশে বতর্মানে স্থলবন্দর ২৩টি, কাযর্কর রয়েছেÑ উত্তর : ১২টি।