৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বাংলাদেশের বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত?

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো;' বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৩ ১. আমাদের দেশের বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত? ক. ২০০ খ. ২২০ গ. ২৪০ ঘ. ২৬০ সঠিক উত্তর: খ. ২২০ ২. কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে সতকর্ থাকতে হবে? ক. সময় খ. বৈদ্যুতিক সংযোগ গ. মানসিক ক্লান্তি ঘ. দুযোর্গপূণর্ আবহাওয়া সঠিক উত্তর: খ. বৈদ্যুতিক সংযোগ ৩. সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য প্রথমে কী ব্যবহার করা উচিত? ক. ভেজা সুতি কাপড় খ. নরম সুতি কাপড় গ. মোটা সুতি কাপড় ঘ. গøাস ক্লিনার সঠিক উত্তর: খ. নরম সুতি কাপড় ৪. আইসিটি যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার বলতে বোঝায়Ñ র. আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ রর. স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে আইসিটির নিরাপদ ব্যবহার ররর. আইসিটি যন্ত্রপাতির ক্ষতির প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. র ও রর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর ৫. মিশু তার মাউসটি পরিষ্কার করতে প্রথমে কী ব্যবহার করবে? ক. গøাস ক্লিনার খ. ভেজা নরম কাপড় গ. সুতি কাপড় ঘ. কটন বাড সঠিক উত্তর: ঘ. কটন বাড ৬. কম্পিউটার চালানোর সময় কোথায় সবচেয়ে বেশি চাপ পড়ে? ক. চোখে খ. মেরুদÐে গ. হাতের আঙুলে ঘ. মাথায় সঠিক উত্তর: গ. হাতের আঙুলে ৭. কম্পিউটারে কাজ করার সময় কীসের ওপর মনোযোগ বেশি দিতে হয়? ক. প্রিন্টারে খ. সিপিইউতে গ. কিবোডের্ ঘ. প্রসেসরে সঠিক উত্তর: গ. কিবোডের্ ৮. বিদ্যুতের তার স্পশর্ করলেÑ ক. বিদ্যুতের আঘাত লাগে খ. বৈদ্যুতিক শক লাগে গ. ভয় লাগে ঘ. কিছুই হয় না সঠিক উত্তর: খ. বৈদ্যুতিক শক লাগে ৯. কম্পিউটারের ক্ষেত্রে বাতাস প্রবাহের জন্য কোন বিষয়টি খেয়াল রাখতে হয়Ñ ক. বাতাস ঢোকার পথ বন্ধ রাখতে হয় খ. বাতাস বের হওয়ার পথ বন্ধ রাখতে হয় গ. বাতাস ঢোকা ও বের হওয়ার পথ খোলা রাখতে হয় ঘ. বাতাস ঢোকা ও বের হওয়ার পথ বন্ধ রাখতে হয় সঠিক উত্তর: গ. বাতাস ঢোকা ও বের হওয়ার পথ খোলা রাখতে হয়